কবিতা          :         আমাকে কবিতা পড়তে বলা হল
কবি              :         মাহমুদ সাজেদিন
গ্রন্থ               :        
প্রকাশকাল   :         
রচনাকাল     :         ১লা নভেম্বর, ২০২৫ ইং


মাহমুদ সাজেদিনের কবিতা Kobiyal
মাহমুদ সাজেদিনের কবিতা

আমাকে কবিতা পড়তে বলা হল || মাহমুদ সাজেদিন


আমাকে কবিতা পড়তে বলা হল,
আমায় কবিতা পড়তে বলা হল!
কোন হাত তালি হল না,হল না কোলাহলও।

কবিতা পড়বো,
আমায় তো মুখ বন্ধ রাখতে বলা আছে,
ক্ষেপানো যাবে না
সবার সাথে ছন্দ রাখতে বলা আছে।

ডাক্তার বলেছে প্রশ্ন করোনা রোগী কেন বিদেশ যায়,
বরং বলো এদেশেই সবাই সব রোগের চিকিতসা পায়।
মাঝে মাঝে মরা রোগি রাখতে হয় আইসি ইউতে,
এটা মালিক পক্ষের ব্যাবসা
ধরবেনা আই কিউততে

ইঞ্জিনিয়ার বলেছে গুনতে যেও না
কেন বিদেশে দেই পাড়ি
জীবনান্দ থেকে দুলাইন পড়ে নেমে যেও তাড়াতাড়ি।
সেতু বানাবে জাপানীরা, রেল প্রকোশলী চাইনিজ,
এ সব বললে বলবে,
কত্থেকে আসে এসব চিজ!

খুব কম লাভে ব্যবসা করি, হাসিয়া বলেন ব্যাবসাহী
সব কিছুতে ভেজাল খাইয়া এদিকে অবস্থা ত্রাহি ত্রাহি।

বিচারক বলে কথা বলবি না চুপ থাক ব্যাটা মোটা পেট,
যে মামলা জমেছে হাশর পর্যন্ত
পড়তে থাকবে ডেট!

মুখ খুলবে না সাবধান, শাসিয়ে যায় দুদে আমলা
পরদাদার জন্ম সনদ চাইবো ,
তখন বুঝবি, ঠেলা সামলা!

শিক্ষক বলেছে কি দরকার জানা,
ছাত্র কেন বিদেশমুখী
তারচে বলো সুখের সুচকে এ দেশবাসী এখন অনেক সুখী।
প্রতিষ্ঠানে পড়াই না তাতে কি
প্রাইভেটে তো পড়াই
এক ভাবে না এক ভাবে তো জ্ঞানের আলো ছড়াই।

আর্মি বলেছে প্রশ্ন হবে না  সেনা নিবাস কেন মাঝ শহরে
কেন সব ব্যবসা আর্মির হাতে,
চুপ, কেন অত কথা কহরে?তাহারা যাব মিশনে,
বানাবো হাউজিং ও মার্কেট
সেনা কল্যানের দোহাই দিয়ে
কবর পর্যন্ত সব সেট।

পুলিশ বলেছে, বলে দে রে,
খুব ভাল আছে আইন শৃঙ্খলা
নয় তিনশ দুইতে চালান করে দেব বন্ধ থাকবে কথা বলা।

কৃষিবিধ বলে ফলন বেড়েছে,
আমি কি সাধুবাদ পাব না?
দাম না পেয়ে কৃষক  সর্বশান্ত,
থাক এ প্রসঙে যাব না।

গায়ক বলেছে যাই বল
গানে কিন্তু আমাদের বিশ্বমান
মনের শান্তি কি এ গানে মেলে আমি কিন্তু সন্ধিহান!

যাদের নিয়ে কিছু বলি না তারা হল রাজনীতিবিধ
ডাকাতি নিয়ে ব্যাস্ত,
আগে চুরি করতো, কাটতো সিদ।

ইউনুস বলেছেন মন খুলে সমালোচনা করা যাবে তাকে
বিরুদ্ধে কিছু বললেই চ্যালারা
স্বৈরাচারের দোসর ডাকে।
জানি না এখনো বন্ধু আছে কিনা
ক্লাসমেট চিকনা শফিক
কিছু দিন পর পর সে
মুখ দিয়ে মারে কুম্ফু কিক!

বন্ধুরা একমত আমি কবি না এটাও কোন কবিতা না
আমরা বরাবর পার্শ্বচরিত্র, রাজ্জাক না, ববিতা না।
অতএব সবাই সাক্ষী আমি কিন্তু কবিতা পড়ি নাই।
বিদায় দেন আমি এবার সামনে থেকে সড়ে যাই!

আপনার পছন্দের কবিতা নাম কমেন্টে জানান 


 Follow Now Our Google News

মাহমুদ সাজেদিন’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
  • ঈশ্বর চন্দ্রের বঙ্গদর্শন
  • বানুস সিক্রেট
  • ডেক্সটাকার্ডিয়া ও ৯৯ টি কবিতা
  • বেনিফিট অব ডাউট


লেখক সংক্ষেপ:
মাহমুদ সাজেদিন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব। পেশাগত জীবনে তিনি একজন স্বনামধন্য চিকিৎসক ও শিক্ষাবিদ, এবং পাশাপাশি একজন পরিচিত লেখক হিসেবেও সুপরিচিত। ডাঃ মাহমুদ সাজেদিন বাংলাদেশের চিকিৎসা ও সাহিত্য উভয় জগতেই নিজের অবদান রেখেছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদের অর্থোডন্টিকস (দাঁতের ব্রেস ও সারিবদ্ধকরণ বিদ্যা) বিভাগের একজন সহযোগী অধ্যাপক এবং এফসিপিএস (FCPS) ডিগ্রিধারী ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতা ও চিকিৎসা সেবার পাশাপাশি তিনি চিকিৎসা বিজ্ঞানে গবেষণার সাথেও যুক্ত। চিকিৎসার ব্যস্ততার বাইরে তিনি একজন কবি ও কথাসাহিত্যিক। তিনি মূলত বাংলা ভাষায় কবিতা, গল্প ও উপন্যাস রচনা করেন। ইতোমধ্যে তার লেখা বেশকিছু বই প্রকাশিত হয়েছে যা পাঠকদের কাছে বেশ সমাদৃত।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন