![]() |
| মাহমুদ সাজেদিনের কবিতা |
দুরে থাকার দিন || মাহমুদ সাজেদিন
গরমটা খুব গায়ে লাগে,
রোদের তেজটা মারাত্বক
ছাতা রেখো কাজে লাগবে
রোদ হোক বা বৃষ্টি হোক!
বৃষ্টিটাও রোদের মত
যখন নামে কি যে জোরে
তবে বেশীক্ষন থাকে না
দেশের মত অতক্ষন ধরে!
ভিজলেই সর্দি লেগে যাবে
আসতে পারে জ্বর,হাচি।
কে কপালে হাত রাখবে?
আমরা কি কাছে আছি?
কে জোর করে খাওয়াবে,
মুখে তুলে নলা করে?
দু চামুচ ভাত বেশী নেবে,
কথায় ভুলিয়ে ছলা করে!
রাস্তা পার হতে সাবধান!
গাড়ি গুলো খুব জোরে চলে
বিশেষ করে রাতের বেলায়
যেন রেস করছে সক্কলে!
সব কাজ শেষ করে রেখো
রাতে যেন বের না হতে হয়
বলবে- এ শহর নিরাপদ
তবু আমার তো খুবই ভয়!
কত রকম ফল পাওয়া যায়
ব্লাক, রাস্প বেরি, ব্লুবেরি
পেপে আর দেশি ফল আছে
বেশ মিষ্টি স্ট্রবেরি ও চেরী।
বেশি বেশি ফল খেও
ওভেন ফ্রেশ পাফ, পাই।
এখানে তো দেশের মত
সিংগারা-সমুচা-লুচি নাই।
দেশী খাবার মিস করলে
খুজে দেখো তাও পাবে,
দরকার কি দেশী খাবার,
ওগুলো দেশে গিয়েই খাবে।
পড়াশুনা মন দিয়ে করো
এর জন্যই এত দুরে আসা
হৃদয়টা কেটে রেখে যাচ্ছি
আর বুক ভরা ভালবাসা।
কি হতো বিদ্বান নাই হতে,
থাকতে মা-বাবার কোলে,
আমরা কিন্তু শেষ হয়ে যাব
তোমার কিছু হলে।
ঊড়বার আকাশ চেয়েছ,
তাই আমদের দুরে থাকা,
প্রতিজ্ঞা কর শেষ করে
তাড়াতাড়ি ফিরবে ঢাকা।
বুকে রেখে বড় করেছি
বাইরে দুনিয়াটা হৃদয়হীন
আল্লাহ করুক দ্রুত
শেষ হোক দুরে থাকার দিন।
মায়ার পৃথিবীতে কেন যে
সবাই মায়ায় পড়ে বাধা
কেন যে প্রিয়জন দুরে যায়
এ এক গোলক ধাধা!
আপনার পছন্দের কবিতা নাম কমেন্টে জানান
Follow Now Our Google News
মাহমুদ সাজেদিন’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
- ঈশ্বর চন্দ্রের বঙ্গদর্শন
- বানুস সিক্রেট
- ডেক্সটাকার্ডিয়া ও ৯৯ টি কবিতা
- বেনিফিট অব ডাউট
লেখক সংক্ষেপ:
মাহমুদ সাজেদিন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব। পেশাগত জীবনে তিনি একজন স্বনামধন্য চিকিৎসক ও শিক্ষাবিদ, এবং পাশাপাশি একজন পরিচিত লেখক হিসেবেও সুপরিচিত। ডাঃ মাহমুদ সাজেদিন বাংলাদেশের চিকিৎসা ও সাহিত্য উভয় জগতেই নিজের অবদান রেখেছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদের অর্থোডন্টিকস (দাঁতের ব্রেস ও সারিবদ্ধকরণ বিদ্যা) বিভাগের একজন সহযোগী অধ্যাপক এবং এফসিপিএস (FCPS) ডিগ্রিধারী ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতা ও চিকিৎসা সেবার পাশাপাশি তিনি চিকিৎসা বিজ্ঞানে গবেষণার সাথেও যুক্ত। চিকিৎসার ব্যস্ততার বাইরে তিনি একজন কবি ও কথাসাহিত্যিক। তিনি মূলত বাংলা ভাষায় কবিতা, গল্প ও উপন্যাস রচনা করেন। ইতোমধ্যে তার লেখা বেশকিছু বই প্রকাশিত হয়েছে যা পাঠকদের কাছে বেশ সমাদৃত।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন