কবিতা             :         সবারই রক্ত লাল
কবি                :         শাহাদাত রাসএল
গ্রন্থ                 :         
প্রকাশকাল        :         
রচনাকাল          :         


একদিন তুমি ঈশ্বর হয়ে ওঠো || শাহাদাত রাসএল
একদিন তুমি ঈশ্বর হয়ে ওঠো || শাহাদাত রাসএল

একদিন তুমি ঈশ্বর হয়ে ওঠো || শাহাদাত রাসএল

একদিন তুমি ঈশ্বর হয়ে ওঠো 
আমি তোমার এবাদত করি
তোমার পায়ে প্রেমের সেজদা রেখে
শুরু হোক জান্নাতুল ফেরদৌস ভ্রমণ 
তোমার চুল হয়ে উঠুক আমার পুলসিরাত 
আমি পুলসিরাতের পথ পাড়ি দিয়ে
তোমার নাভীমূল থেকে শুষে নিয়ে জমজমের জল
 উঠে যেতে থাকি সপ্ত আসমানে 
যেখানে তোমার স্তনের মতো হাজরে আসওয়াদ 
হাজরে আসওয়াদ চুম্বন করে ওষ্ঠকে পবিত্র করে নিয়ে
আমি তাওয়াফ করি তোমার হেরা গুহার দ্বার
আমাকে তোমার ভেতর মুক্তি দাও
হেরা গুহায় বসে আমাকে এবাদত করতে দাও তোমার
তুমি ঈশ্বর হয়ে ওঠো 
বিশ্বাস করো তোমাকে ঈশ্বর রুপে পেলে 
আমার চেয়ে বড় ধার্মিক আর কেউ হবেনা। 
আমাকে প্রেমের নব্যুয়াত দাও....


লেখক সংক্ষেপ : 

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন