যায় কি ভোলা প্রাণের প্রিয়া রে || সাত্তার আজাদ


যায় কি ভোলা প্রাণের প্রিয়া রে
____________সাত্তার আজাদ
ও সাথী ও প্রিয় সাথী রে
ফেলে গেলে আমায় একা
হইল না আর ফিরতি দেখা
ভুলের মাশুল একাই গুনি রে।।
বছর বছর দুই জন মিলে
প্রেমের থালা সাজাই ফুলে,
যে ফুলে হয় শুভ পুজো
সেই তাজা ফুল তুলে এনে রে।।
পাগল বেগে তুফান এলো
সেই তুফানে তুইলা নিল তোরে
আমার বুকটা খালি করে রে
যাবি না তুই বল্লে, না তো রে।।
ভুলের মালা বুঝে নিলে
আমায় যখন ফেলে দিলে
শব্দ ছাড়া নয়ন ভিজে
হিয়া একা গুমড়ে কাঁদে রে।।
ধূপ জ্বালাইয়া খাটের পাশে
ধূপে কি আর দুঃখ ঘুচে
পঞ্জর আমার ভেঙে গুড়ো
হঠাৎ আসা ঝড়ে রে।।
দুঃখ দিলে আপন জনা
জুড়বে কি আর ভাঙা আয়না
চাই তবু সে থাকে সুখে 
যায় কি ভোলা প্রাণের প্রিয়া রে।।

(টরন্টো নভেম্বর ৪, বি:৪টা)

Post a Comment

নবীনতর পূর্বতন