আমি একা, কিন্তু নিঃসঙ্গ নই || স্নেহাশীষ বড়ুয়া
আমি যখন একা
তখনও আমি নিঃসঙ্গ নই
আমার ভেতরের মানুষটা আমায় সঙ্গ দেয়
মানুষটা আমার সাথে দীর্ঘপথ পাড়ি দিয়েছে
ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে শিখিয়েছে
তাই দিনশেষে আমি বলতে পারি, আমি সুখী
আমার কোন দুঃখ নেই,
নিজের মাঝে আমি আরেকটা মানুষ সৃষ্টি করেছি
তাঁর সাথে গল্প করি, আড্ডা দিই
হাসি তামাশায় সময় কাটাই
তাঁকে মনের কথা খুলে বলি
তাঁর কাছ থেকে কবিতার রসদ খুঁজে নিই,
ভেতরের মানুষটাকে আমি অনুভব করি
এভাবেই আমি নিঃসঙ্গতাকে উপভোগ করি।
দিনশেষে আমি যখন একা
তখনও আমি নিঃসঙ্গ নই
আমার ভেতরের মানুষটা আমার প্রিয়বন্ধু, প্রিয় সই।
একটি মন্তব্য পোস্ট করুন