কবিতা          :         সে চুপিচুপি আসে
কবি              :         মাহমুদ সাজেদিন
গ্রন্থ               :        
প্রকাশকাল   :         
রচনাকাল     :         ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ইং


মাহমুদ সাজেদিনের কবিতা Kobiyal
মাহমুদ সাজেদিনের কবিতা

সে চুপিচুপি আসে || মাহমুদ সাজেদিন


সে চুপিচুপি আসে,
চুপিচুপি চলে যায়।
কাউকে কাঁদাতে চায় না,
নিজেকে নিজে কাঁদায়।

রেখে যায় দু একটা ফুল,
বইয়ের পাতায় কএকটা চুল,
ঘর জুড়ে থাকে সুঘ্রান,
বন্ধ ঘড়ি ফিরে পায় প্রান।
জানিনা এ কিসের বাধায়,
সে চুপিচুপি আসে,
চুপিচুপি চলে যায়
কাউকে কাঁদাতে চায় না,
নিজেকে নিঁজে কাদায়।

জানালা দিয়ে বাইরে তাকাই
যে বসন্ত এসেছিলো,নাই!
পথে গিয়ে খুজি পদচিহ্ন,
নাই,আবার যোগাযোগ বিচ্ছিন্ন!
দিন কাটে উদগ্র অপেক্ষায়
সে চুপিচুপি আসে,
চুপিচুপি চলে যায়
কাউকে কাঁদাতে চায় না,
নিজেকে নিজে কাঁদায়।।

আপনার পছন্দের কবিতা নাম কমেন্টে জানান 


 Follow Now Our Google News

মাহমুদ সাজেদিন’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
  • ঈশ্বর চন্দ্রের বঙ্গদর্শন
  • বানুস সিক্রেট
  • ডেক্সটাকার্ডিয়া ও ৯৯ টি কবিতা
  • বেনিফিট অব ডাউট


লেখক সংক্ষেপ:
মাহমুদ সাজেদিন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব। পেশাগত জীবনে তিনি একজন স্বনামধন্য চিকিৎসক ও শিক্ষাবিদ, এবং পাশাপাশি একজন পরিচিত লেখক হিসেবেও সুপরিচিত। ডাঃ মাহমুদ সাজেদিন বাংলাদেশের চিকিৎসা ও সাহিত্য উভয় জগতেই নিজের অবদান রেখেছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদের অর্থোডন্টিকস (দাঁতের ব্রেস ও সারিবদ্ধকরণ বিদ্যা) বিভাগের একজন সহযোগী অধ্যাপক এবং এফসিপিএস (FCPS) ডিগ্রিধারী ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতা ও চিকিৎসা সেবার পাশাপাশি তিনি চিকিৎসা বিজ্ঞানে গবেষণার সাথেও যুক্ত। চিকিৎসার ব্যস্ততার বাইরে তিনি একজন কবি ও কথাসাহিত্যিক। তিনি মূলত বাংলা ভাষায় কবিতা, গল্প ও উপন্যাস রচনা করেন। ইতোমধ্যে তার লেখা বেশকিছু বই প্রকাশিত হয়েছে যা পাঠকদের কাছে বেশ সমাদৃত।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন