কবিতা          :         গোপন নূরজাহান
কবি              :         সৈয়দা নীলিমা দোলা
গ্রন্থ               :        
প্রকাশকাল   :         
রচনাকাল     :         

সৈয়দা নীলিমা দোলা
সৈয়দা নীলিমা দোলা


গোপন নূরজাহান || সৈয়দা নীলিমা দোলা


নূরজাহানের বাকসো
খুলে যায়
একে একে আসে
ডর, দুঃখের নহর, প্রেম।

জানালা আটকে যায় সশব্দে
নূরজাহানের বুক ধ্বক ধ্বক করে
কড়ায় আটকে যায় প্রেম।

বৃষ্টির সাথে কুলকুল করে বয়ে যায়,
মাটির পৃথিবীর সুখ।

প্রাণের কাছে আজ নাই কোনো আত্মীয়,
নূরজাহানের বুকে একটা ডালিম ফালি হয়।

নূরজাহানের পায়ে বেজে ওঠে ঘুঙুর!
আজা নাচলে ইয়ার!
মুদ্রায় মুদ্রায় ক্ষোভ দলা হয়ে ওঠে।

হৃদয় জয় করতে আসা সুহৃদ প্রেমিক,
বোঝে কি বেদনার ভাষা?

নিশুতি রাতে,
ভাগ হয় না পার্থিব সুখ
হায় নূরজাহান হায় সুবাস!

আপনার পছন্দের কবিতা নাম কমেন্টে জানান 


 Follow Now Our Google News

সৈয়দা নীলিমা দোলা’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
  • মফস্বলীয় ইন্টেন্সিটি (কাব্যগ্রন্থ)
  • মহামারী ড্রিমস অ্যান্ড আদার্স (কাব্যগ্রন্থ)



লেখক সংক্ষেপ:
সৈয়দা নীলিমা দোলা হলেন একজন কবি, চলচ্চিত্র নির্মাতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক। তিনি ‘মফস্বলীয় ইন্টেন্সিটি’ এবং ‘মহামারী ড্রিমস অ্যান্ড আদার্স’সহ একাধিক কাব্যগ্রন্থের লেখক। দোলা ফরিদপুর জেলা মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন