আমি জীবন পড়ি || স্নেহাশীষ বড়ুয়া


মানুষ বিজ্ঞান পড়ে
মানুষ সাহিত্য পড়ে
মানুষ সমাজতত্ত্ব পড়ে
আর আমি জীবন পড়ি,
জীবন একটা বিশাল সাবজেক্ট
এর পরতে পরতে বৈচিত্র্য
জীবনের প্রতিটি বাঁকে বাঁকে সৌন্দর্য
আমি সেই সৌন্দর্যে মুগ্ধ হই,
তাই আমি বনে-বাদাড়ে ঘুরে বেড়াই
নগর-বন্দর চষে বেড়াই
আমি জীবনকে উপভোগ করি
কারণ, আমি জীবনকে ভালোভাবে পড়ি।

মানুষ মহাকাশ নিয়ে গবেষণা করে
মানুষ সমাজ নিয়ে ভাবে
মানুষ দেশ নিয়ে ভাবে
আর আমি মানুষ নিয়ে ভাবি,
মানুষের মতো বৈচিত্র্য আর কোথাও কি আছে!
যে মানুষ দয়ার সাগর
যে মানুষ সর্বজ্ঞানে জ্ঞানী
সর্বগুণে গুণী,
সেই মানুষই আবার পৃথিবীর নিষ্ঠুরতম প্রাণী!
মানুষের একই অঙ্গে দু'টি রূপ-
এমনটা জীবজগতে আর দেখা যায় না
তাই গবেষণার "সাবজেক্ট" হিসেবে মানুষের তুলনা হয় না।

 

Post a Comment

নবীনতর পূর্বতন