স্মৃতির গন্ধ || সৈয়দা নীলিমা দোলা
দু’মুখো একটা জীবন ঘিরে ধরে আছে।
দুঃখী হবার আগ্রহ নিয়ে,
বেঁচে থাকছি—
জীবনে জড়িয়ে আছে,
প্রেমের অসুখ, আম্মার বুকের ব্যথা, চা-বিস্কুট,
পোড়া তেলে ভাজা মাছ কিংবা একটা দুটো মানুষ।
বিস্ময়কর এই পৃথিবীতে
বইয়ের সাথে, কফির সাথে, চিড়িয়াখানার বাঁদরের সাথে
দিন কাটতে পারতো—
রিমিঝিমি হেসে উঠতে পারতো,
বান্ধবীদের কোলাহল!
মানুষের আরেকটু কাছাকাছি,
সাদা কাপড় গায়ে দাঁড়াতে পারতাম।
চায়ের দোকানে বসে বসে কাটতে পারতো সময়—
যেভাবে শব্দে কাটে কবিতারা!
‘রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম’ ছড়া কেটে কেটে,
দু’হাতে বানাতে পারতাম মানুষের রেলগাড়ি—
রাস্তায় দাঁড়িয়ে শূন্যতা মনে করে আঁকড়ে ধরতে পারতাম
তোমার শার্টের বুক পকেট!
যদি সব পথ শেষ হতো
একটা শিউলি তলায়!
যদি শৈশবের বেভুল, অসতর্ক আছাড়
আরেকবার চোঁট দিত হাঁটুতে!
আমি হঠাৎ পেতে পারতাম
ভোর আর তিল মেশানো মিষ্টি ঘ্রাণ!
আর যদি ভালোবাসতে না পারি?
যদি হারিয়ে ফেলি নারীর কোমল গন্ধস্মৃতি?
যদি না জানি আর,
কি করে হৃদয় প্রেমের কাছে নিচু করে মাথা?
তোমার সাথে আমার একটা দারুণ সম্পর্ক ছিলো
সন্ধ্যার আকাশের মত সরোফুল, গ্লুমি!
তুমি ডাকলে,
আমি পাঁজর হারিয়ে ফেলা পাখির মতো ছুটতাম।
যেনো কি ব্যথা আমার বুকে, কি ব্যথা আমার বুকে!
বাড়ি ফিরে জামা বদলে, চুল খুলে দেই,
যেনো খুলে দিচ্ছি নিজেকে, ভাঙা ক্যাসেটের ব্যথাকে!
আমাকে বয়ে নিয়ে যাচ্ছে
একটা দু’মুখী জীবন!
আমার জীবনের চারিপাশে সভা হচ্ছে
সেখানে বাজছে, দেড় থেকে দু’ মিনিটের
বিরামহীন পাহাড়ি রাগ!
আপনার পছন্দের কবিতা নাম কমেন্টে জানান
Follow Now Our Google News
সৈয়দা নীলিমা দোলা’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
- মফস্বলীয় ইন্টেন্সিটি (কাব্যগ্রন্থ)
- মহামারী ড্রিমস অ্যান্ড আদার্স (কাব্যগ্রন্থ)
লেখক সংক্ষেপ:
সৈয়দা নীলিমা দোলা হলেন একজন কবি, চলচ্চিত্র নির্মাতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক। তিনি ‘মফস্বলীয় ইন্টেন্সিটি’ এবং ‘মহামারী ড্রিমস অ্যান্ড আদার্স’সহ একাধিক কাব্যগ্রন্থের লেখক। দোলা ফরিদপুর জেলা মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন