আজ ঘুম আসেনি || সৈয়দা নীলিমা দোলা
শহরে বৃষ্টি এলে, ভয় পেলে কিংবা একা হলে,
লোকে ফোন হাতে তুলে নিয়ে,
জিগ্যেস করে, “কই?”
যাদের “কই” শুধানোর কেউ নেই,
তারা আয়না দেখে—
কিংবা
চায়ের দোকানে দাঁড়িয়ে খোঁজে শ্রেণিশত্রু।
একই পথে অনেকবার হেঁটে ফেলার পর—
আমার জানতে ইচ্ছা হয়,
প্রথমবার কী চোখে দেখেছিলাম এই পথটাকে?
ভয়ে ছিলাম নাকি বিস্ময়ে?
নাকি আমি ছিলাম আকেলী চিড়িয়া?
প্রেমিক কিংবা রিক্সাওয়ালা
সবাই এখন জিগ্যেস করে,
—কই?
আমি কিভাবে তাদের বলি-
এই যে এখানে, গহীনে…
যেখানে আপনাদের চোখ যেতে পারে না!
ফুটপাতে দাঁড়িয়ে,
যদি ১০০ টাকায় জীবন বাইছা লওয়া যাইতো!
তাহলে আমি হতে চাইতাম ঋতু—
ছয়বার, ছয়টি বাতাসে উড়িয়ে দিতাম বেঁচে থাকা।
যত্ন করে দু’বেলা চা খাওয়ানো বাদে,
নিজের সাথে আর কোনো ইনসাফ আমি করিনি!
বৈষ্ণবী হলে,
চালের বদলে, দুয়ারে দুয়ারে আমি ভিক্ষা চাইতাম—
মানুষ বাদে অন্য কোনো নাম!
আপনার পছন্দের কবিতা নাম কমেন্টে জানান
Follow Now Our Google News
সৈয়দা নীলিমা দোলা’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
- মফস্বলীয় ইন্টেন্সিটি (কাব্যগ্রন্থ)
- মহামারী ড্রিমস অ্যান্ড আদার্স (কাব্যগ্রন্থ)
লেখক সংক্ষেপ:
সৈয়দা নীলিমা দোলা হলেন একজন কবি, চলচ্চিত্র নির্মাতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক। তিনি ‘মফস্বলীয় ইন্টেন্সিটি’ এবং ‘মহামারী ড্রিমস অ্যান্ড আদার্স’সহ একাধিক কাব্যগ্রন্থের লেখক। দোলা ফরিদপুর জেলা মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন