সু'জনের ভালবাসা || প্রদুল কান্তি দে


প্রথম যেদিন তোমাকে দেখেছি-চোখে চোখ রেখেছি,
তোমার মুচকি হাসিতে মনকে দোলা দেয়!
তুমি আমার মনে জায়গা করে নিয়েছো-অদৃশ্য কোণে,
কোনো একসময় কখন যেন তোমার প্রেমে পড়ে গেলাম! 

তোমাকে ভালবেসে রঙিন স্বপ্ন দেখতে শুরু করলাম, 
তুমিও সারা দিলে-দুইজনের মন এক হলো আমার বোবা মন তাই বলল!
প্রেমের প্রস্তাব আসলো প্রথম তোমার থেকে- নাকি আমার থেকে, 
তাও ঠিক মনে করতে পারছিনা-পারবো কি করে!

দুই জনই তো গভীর ভাব দেখালাম,ভালবাসি দু'জন দু'জনকে,
চলতে থাকে তোমার আমার প্রেম নামে অপূর্ণতা ভালবাসা!
চলছি দু'জন দু'জনের হাত ধরে অজানা পথে খুশি মনে,
দিন যায় পেরিয়ে-কখন আসবে আরেকটি সকাল থাকি অপেক্ষায়!

এমন করে চলতে থাকে দিন মাস সপ্তাহ বছরের পর বছর,
কতো বিনোদন জায়গা ঘুরেছি দু'জনে আরো অন্যকে সাথী করে!
একটু বেশি সময় তুমি কাছে থাকবে তাই-খুজে নিতাম নতুন রিক্সা,
ছিলোনা এখনের মতো মোবাইল এর যোগাযোগ- ছিলো চিঠির চলন!

তার সুবাদে দু'জনে চিঠি লিখতাম-একে অপরকে মহা আনন্দে,
ঝড় নাই বৃষ্টি নাই-চলছি আর চলছি নতুন কোনো জানা অজানা ঠিকানায়!
মাঝে মাঝে ছুটে যেতাম-সিনেমা দেখতে ভালো সিনেমার নাম শুনলে,
ভালবাসা নামে প্রেমের গাড়ি- চলছে আর চলছে অবিরাম!

আমার সরল মনে ছিলো বিশ্বাস-জানতামনা হবে বিশ্বাসের বলিদান,
কাল বৈশাখীর মতো তছনছ করছো-তুমি সাজানো প্রেমের বাগান! 
তোমার মনে ছিলো অশুভ শক্তি-আমার অন্তরে দিলে ব্যাথা,
সস্তা প্রেম নামে করেছো খেলা-বুঝতে চাওনি তুমি প্রেমের স্বার্থকতা!

বুক ভরা কষ্ট নিয়ে-ফিরে এলাম অতৃপ্তি মনে,
তোমার অভিনয়ের কাছে হার মেনেছি-ভাব দেখে বুঝেছি!
পক্ষান্তরে জানতে পারি-তোমার সাথে সম্পৃক্ততা ছিলো আরো কয়েকজনের,
বিশ্বাস করতে কষ্ট হয়েছে-প্রমাণ পেয়ে অবাক হয়েছি!

আমার দোষ ছিলো একটাই-কখনো খারাপ নজরে দেখিনি, 
হাতে হাত রেখেছি কতবার-কখনো একটা চুম্বন করিনি!
হয়তো তুমি নারী চেয়েছিলে তাই-আমার প্রেমতো পবিত্র,
সেই দিনই সবকিছুই উজার করে দেবো-ছিলো আমার স্বপ্ন!

তুমি দাওনি সেই সময় দিতে চাওনি-তুমি লোভী না অভিমানী,
তোমাকে বানাবো আমার ঘরনি-প্রাসাদ বানাবো একখানি!
আমার মনে ছিলো বিশ্বাস-ভালবাসার তৃপ্তির জোয়ার,
এখনো তোমাকে মনে রেখেছি-ফিরে পাবার জন্য নয়!

নিখুঁত ভালবাসা আমার মনে ছিলো-তুমি বলো ভুলি কি'করে,
ভুলতে পারবোনা আমি কখনো-এখনো ভালবাসি বলে!
আশীর্বাদ করি ঈশ্বরের তরে আমি-সুখে থাকো তুমি,
তোমার সন্তানদের মানুষের মতো মানুষ করবে, এইটুকু বিশ্বাস!

Post a Comment

নবীনতর পূর্বতন