আহা জীবন || জান্নাতুল ফেরদৌস

জীবন কখনো,
বারান্দার গ্রিলে নিঃশ্বাস
লুকোনো অশ্রুর ইতিহাস 
আকাশের পানে চেয়ে দীর্ঘশ্বাস
ফুলের টবে শ্যাওলার উচ্ছ্বাস
অপ্রকাশিত অজস্র ভাঙা বিশ্বাস!

খামখেয়ালি ভাবনার অবকাশ
স্মৃতিদের তোলপাড়ে হতাশ
একান্ত ইচ্ছের একটা আকাশ
অপূর্ণ সত্য স্বপ্নের সংশয়ী প্রকাশ
রূপকথার হাস্যোজ্বল জীবন্ত লাশ!

জীবন, আহা জীবন।

Post a Comment

নবীনতর পূর্বতন