আমি হালা হাচাই স্বার্থপর || শশো ব্যাপারী
আমি হালা হাচাই স্বার্থপর || শশো ব্যাপারী



আমি হালা হাচাই স্বার্থপর || শশো ব্যাপারী

আমার এতোওগুলো স্বপ্ন বাক্স ভইরা রাখছি
ইচ্ছা হইলেই বাহির করি, উদ্দর ভইরা দেহি।
আবার লুকাই রাখি
আবার মাইষের স্বপ্নগুলারে যতন কইরা পাহারা দেই
আহা, আমার তাজা তাজা স্বপ্ন
তয় সব হালায়ই স্বার্থপর, আমি হালাও বাদ না
আমার স্বার্থ খুঁজতে খুঁজতেই তাগো স্বার্থের ভাতের ফেনায় ডুইবা যাই
আমার স্বার্থ খুঁজতে খুঁজতেই আমি
পইড়া থাকিময়লার ড্রামে, পইড়া থাকি ছাইয়ের গাদায়
আমি হালা হাচাই স্বার্থপর





Post a Comment

নবীনতর পূর্বতন