এসো দূরত্ব বাড়াই || শশো ব্যাপারী

এসো দূরত্ব বাড়াই।
কাছাকাছি থেকে আমাদের—
কিছু হবে না; এসো নিজেদের হারাই;
নীল আকাশের চিলেদের মতো
আর হাওয়ার উড়া ফানুসের মতোন
নিজেদের প্রশ্ন করি—
বলো তো— মুখোমুখি কেনো দাঁড়াই?
জানি মিলবে না এ সমীকরণ,
মন তুমি নিলে তবু—
দিলে না; কিপ্টে ভীষণ।

Post a Comment

নবীনতর পূর্বতন