স্বপ্নে তুমি ।। ডা. আকাশ শাস্ত্রী
দুজনে কুজনে দেখিনু স্বপন ও নয়ণে,
তুমি মায়া হরিণী কত কথা স্বপনে শয়নে।
কাজলা নয়ণ তোমার, নিয়েছ মন আমার;
হারিয়ে হয়েছি ভিখারী আমি তোমার ভূবনে।
দুজনে কুজনে দেখিনু স্বপন ও নয়ণে নয়ণে।।
একদিন ভেবেছিনু পরশ পাবো, পাবো তোমার,
স্মৃতি লেখা পাতা ভরা শুধু বেদনা আমার।
তুমি আছ ওপারে..... আমি নীরবে এপারে....
মুক্ত হাসিতে সরিয়ে দিয়েছ ভূবন আঁধার।
একদিন ভেবেছিনু পরশ পাবো, পাবো তোমার।।
তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি রয়েছ অন্তর গহীনে,
তুমি নদী তুমি স্রোতস্বিনী তুমি চলেছ আপনে।
হারিয়ে হয়েছি ভিখারী আমি তোমার ও ভূবনে।
দুজনে কুজনে দেখিনু স্বপন নয়ণে নয়ণে।।
কবিয়াল
একটি মন্তব্য পোস্ট করুন