তুমি ভালোবাসা দেখতে চাও ।। রুহুল আমিন বিজয়
তুমি ভালোবাসা দেখতে চাও ।। রুহুল আমিন বিজয়


তুমি ভালোবাসা দেখতে চাও ।। রুহুল আমিন বিজয়


তুমি ভালোবাসা দেখতে চাও?

তাহলে সদ্য মাতৃ উপাধি পাওয়া মায়ের মুখের দিকে তাকিও, 

সহজেই এক নিষ্পাপ ভালোবাসা দেখতে পাবে। 


তুমি শান্তি দেখতে চাও?

তাহলে ধার্মিকদের সাথে কিছু সময় কাটাও 

শান্তি কি জিনিস সেটা বুঝে যাবে। 


তুমি অশান্তি দেখতে চাও?

তাহলে রাজনীতিবিদদের সাথে কিছু সময় কাটাও 

অশান্তির দর্শন পেয়ে যাবে। 


তুমি পরিশ্রম বুঝতে চাও?

তাহলে সফল ব্যাবসায়ীমনা মানুষদের সাথে কিছু সময় কাটাও 

পরিশ্রম কি জিনিস সেটা বুঝে যাবে। 


তুমি কি জানো আফসোস কি জিনিস?

মন থেকে চেয়েও সন্তানের শখ পূরণ না করতে পারা 

পিতার মুখের দিকে তাকিও, আফসোসের সঙ্গা পেয়ে যাবে। 


তুমি বিশ্বাস চিনতে চাও?

তাহলে নিজে কোনো গৃহপালিত পশুপাখি পেলে দেখো, 

তাদেরকে দেখলে বিশ্বাস খুব ভালো করে চিনে যাবে। 


তুমি ধৈর্য্য দেখতে চাও?

তাহলে তুমি মায়েদের দিকে তাকাতে পারো, 

সন্তান জন্মকালীন সময়ে এবং তিলে তিলে মানুষ করতে 

তাদেরকে কতই না ধৈর্য্য ধরতে হয়!


তুমি অপেক্ষা বুঝতে চাও?

এর জন্য তোমাকে বেশি কষ্ট করতে হবে না 

শুধু কোনো এক প্রবাসীর পরিবারের দিকে তাকিও, 

সেখানে এক অপেক্ষার হাট দেখতে পাবে।


কবিয়াল

Post a Comment

নবীনতর পূর্বতন