এক মুঠো যৌনতা চাই ।। কাজল দাস
এক মুঠো যৌনতা চাই ।। কাজল দাস

এক মুঠো যৌনতা চাই ।। কাজল দাস


তুমি যাকে যৌনতা বলো-

ঈশ্বর তার নাম দিয়েছেন ভাত‌।

‌‌‍তুমি যাকে যৌনতা বলো-

ছেলেটা তার নাম রেখেছে- ইস্কুল।

আর তোমরা যাকে যৌনতা বলো-

সমাজ তার নাম দিয়েছে- বেশ্যা।


লক ডাউনের পর হাতে গোনা

চারদিন মেপে মেপে ভাত জুটে ছিল, 

তার পর- থেকে জোটেনি একমুঠো খাবার।

স্কুল নেই, তাই মিড ডে মিলের খাবারও নেই।



বাবু- কটা টাকা দেবেন?

বা- দু কিলো চাল,

ছেলেটা না খেয়ে আছে, দেবেন?

তার বদলে যে ভাবে খুশি আমাকে পাবেন।

দিন না দু কিলো চাল।

ও আসবেন না কাছে?

তাহলে লক ডাউন উঠে গেলেই,

শোধ দিয়ে দেব, মিটিয়ে দেব,

ছেলে টা না খেয়ে মারা যাবে বাবু।


ও দাদা শুনছেন কিছু সাহায্য করবেন?

কি বললেন- ভিকিরী,

না, ভিকিরী না, আমি অসহায় একজন বিক্রেতা।

কি, ও আমরা ছোট জাত, সস্তার বেশ্যা।

হ্যাঁ ঠিক বলেছেন, আমরা ছোট জাত,

আমরা শরীর বেচে খাই।

দিন না কিছু টাকা, আমার জন্য নয়,

বিশ্বাস করুন ছেলেটার জন্য।

ছেলে টা না খেয়ে মরে যাবে যে।


ও ভাই…..

ও কাকু….

যা হোক কিছু দেন, যা পারেন।

তার বিনিময়ে এই শরীরটা নেবেন?

এ...ই শরীর টা?

অর্ধেক দামে বিক্রি আছে গো বাবু,

দেখুন না আমার দিকে তাকান একটু,

খুব খারাপ দেখতে কি?

গায়ের রঙ টা একটু চাপা,

এছাড়া বাদ বাকি সবই আপনার গ্রহণ যোগ্য।

আপনি যেমন টা চান, যে ভাবে খুশি সেভাবেই-

ঢেলে দেব নিজেকে।

বিনিময়ে যা পারেন দেবেন।

আধা কিলো মোটা চালের দামে-

সত্যি বলছি দু ঘন্টার জন্য  আমার সবকিছু আপনার।


কি? আমি অসুস্থ?

তিন দিন না খেয়ে আছি,

শুধু জল খেয়ে কি সুস্থ থাকা যায় বাবু?

তাতে আপনার কোনো ঘাটতি হবে না।

না না কাশি নেই, জ্বর নেই, শ্বাসকষ্টও নেই।

একটু খিদে আছে-

বেশি কিছু না অল্প লবণ ভাত পেলেই-

খুলে দেব এই পুষ্ট নাভী, 

তুলে দেব অভুক্ত নিজেকে।

চলুন না বাবু-

কোন ভয় নেই, আমি ঠকাবো না,

আগে শরীরটা ঠিকঠাক বুঝে নেবেন,

তারপর না হয় দাম দেবেন।


কি,  তাও যাবেন না।

তবে কিছু টাকা দেন, বাকি থাক শরীর,

যখন তখন খুলে নেবেন সময় মত।


দিন না,  ছেলেটা না খেয়ে আছে,

হয় টাকা দেন, না হয় এক পেট ভাত,

অথবা যৌনতা।


ভিডিও


কবিয়াল

Post a Comment

নবীনতর পূর্বতন