কবিতা : নারী প্রকৃতিমূখী
কবি : লিসা
গ্রন্থ :
প্রকাশকাল : ১৯ মে, ২০২২ ইং
লিসার “নারী প্রকৃতিমূখী” শিরোনামের এই কবিতাটি টেলিগ্রামের বহুল পরিচিত গ্রুপ “বন্ধু মহল”এ করা তার একটি পোস্ট থেকে থেকে নেওয়া হয়েছে। এই লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
নারী প্রকৃতিমূখী || লিসা |
নারী প্রকৃতিমূখী || লিসা
আমি খাঁচা হতে চাইনি,
তোমাকে উন্মুক্ত করে দিয়েই আমি
অনন্তকালের অপেক্ষায়।
উত্তাল স্রোতে বহমান নদী যেমন-
মোহনায় ফিরে,
হাজার বছরের মৃত প্রায় বৃক্ষ যেমন-
বসন্তের অপেক্ষায় থাকে,
মধু পূর্নিমায় নিশিকন্যা যেমন-
জ্যোৎস্নায় ভিজে।
আমিও আছি জানি- আমি জানি
তোমাতে আমাতেও সব কিছুর পর,
ঐ যে স্বর্নলতাদের মতোই প্রেম হবে-
হবে মাখামাখি।
আমি ভালোবেসেছি কিন্তু শিকল হকে চাইনি,
তুমি ভালো না বেসেও পরিয়েছ-
মায়ার বেড়ি।
কত সহজ করেই বলেছিলে-
আর কিছু চাইনে আমি।
শুধু একটু বেশি - আরও একটু বেশি ভালোবাসা দিও,
বলেছিলাম দিব।
কপালে হাজার বছরের চুম্বন এঁকে
লীলায়িত ভঙ্গীমায় বললে,
তাহলে দাও দেখি--
- কী দিব?
স্বাধীনতা, আমাকে স্বাধীনতা দাও।
আমি সহজ ভাবেই বলেছিলাম
আমার থাকবে তো?
যদি ফিরি তবে ধরে নিও-
তোমারি আছি তোমারি ছিলাম।
আর যদি না ফিরি!
যদি না ফির!!
তবে বুঝে নিও সবটুকু বিশ্বাস দিয়ে
ভালোবাসতে নেই।
আর কাউকে ভালোবাসলে স্বাধীনতার মাপ কাঠি রেখো।
আর এ ও মনে রেখো
নারী প্রকৃতির মতই---
নারী শূন্যতাকে ভালোবাসে না।
কবি সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন