আত্মকথন              :          ব্রক্ষ্মপুত্রের মেয়ে
লেখক                  :          হেলাল হাফিজ
প্রকাশকাল             :          

জনপ্রিয় কবি হেলাল হাফিজের “ব্রক্ষ্মপুত্রের মেয়ে” শিরোনামের এই কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।

ব্রক্ষ্মপুত্রের মেয়ে || হেলাল হাফিজ
ব্রক্ষ্মপুত্রের মেয়ে || হেলাল হাফিজ 

ব্রক্ষ্মপুত্রের মেয়ে || হেলাল হাফিজ


এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে
অভিশাপ তোমাকে দিলাম-
তুমি সুখী হবে, খুব সুখী হবে।
বেদনা আমাকে নিয়ে আশৈশব খেলেছে তুমুল, আর
তিলে তিলে শিখিয়েছে সহনশীলতা
নিলাজ নখের মত দুঃখ কেটে কেটে আমি
আজকাল অর্জন করেছি মৌন উদ্ভিদের মুখের স্তদ্ধতা
ওলো উল্লাসিনী,
না জেনেশুনেই কেন দিতে গেলি টোকা?
তুমি আর কি বেদনা দেবে,কতোটা কাদাঁবে?
বালখিল্য এ খেলায় আমার চেয়ে তুমিই বেশী হারাবে।
একজীবনের সব হাহাকার বুকে নিয়ে
অভিশাপ তোমাকে দিলাম
তুমি সুখী হবে
ব্রক্ষ্মপুত্রের মেয়ে, দেখে নিও,খুব সুখী হবে।


লেখক সংক্ষেপ : 

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন