দ্যুলোক || জিললুর রহমান
কবিতা : দ্যুলোক
কবি : জিললুর রহমান
কাব্যগ্রন্থ : অন্যমন্ত্র
প্রকাশকাল : ২০২২
রচনাকাল : ১৯৯৪
কবি জিললুর রহমানের “দ্যুলোক” শিরোনামের এই কবিতাটি ধর্মীয় কুসংস্কারচ্ছন্ন পরিবারকে উপজীব্য করে লেখা হয়েছে। খুব সুক্ষ্মভাবে ধর্মের অতিলোভনীয় প্রতিশ্রুতিকে তুলে ধরেছেন কবি। তবে এ কবিতাটি লেখার অবস্থানকাল এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
দ্যুলোক || জিললুর রহমান |
দ্যুলোক || জিললুর রহমান
বেহেশতে নারীর কি লাভ?
সতীসাধ্বী সম্মুখীন সত্তুরটা সতিনের
আমার মায়ের তবু জায়নামাজে বিরক্তি নেই
পিতার কপালে নাচে ইবাদত-ক্ষত
রোশনাই ছড়াবে কোনো জান্নাতের ঘাসে!
হেরেম শরিফ থেকে যত দূরে থাকি
তত বেশি হারামের লোভ!
মোমিনের নিশ্বাস বেড়ায় ঠুকে
মাহফুজের ধাতব কপাট।
হাজার বয়সি যুবা হুর হয়ে আছে
পরাজিত তার কাছে দুনিয়াবি নারী
সতিনের ঘরে ঘরে মাশুকের যাওয়া আর আসা
বেহেশত মানে এক হারাম দুনিয়া?
লেখক সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন