কবিতা : মৃত্যু যাত্রীদের ভীড়ে কাঁপছে পৃথিবীর বন্দর...
কবি : তানজীর সৌরভ
গ্রন্থ :
রচনাকাল : ২৩ জুলাই, ২০১৯ ইং
কবি তানজীর সৌরভের “মৃত্যু যাত্রীদের ভীড়ে কাঁপছে পৃথিবীর বন্দর...” শিরোনামের এই গদ্য কাব্যটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। তবে কবির অনবদ্য এ কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
মৃত্যু যাত্রীদের ভীড়ে কাঁপছে পৃথিবীর বন্দর... || তানজীর সৌরভ |
মৃত্যু যাত্রীদের ভীড়ে কাঁপছে পৃথিবীর বন্দর... || তানজীর সৌরভ
আমার লাশের খাটলা আমি কাঁধে করে ঘড়ির কাঁটার পায়ে গুটিগুটি শ্বাসে এগিয়ে যাচ্ছি সমাধিস্থ হবো বলে। জীবনের আড়ম্বর মানে সমাধির চারপাশে পাতাবাহারি গাছ বপন। জন্মচক্র মানে তো শ্বাসরুদ্ধ ছোটাছুটি মৃত্যুরোপণ অভিযান।
সফলতার মাপকাঠি আমরা কোনদিন ছুঁয়ে দেখতে পারবো না। তবু সফলতার আবিষ্কারক, রূপকার আমরা। এই অসহায় হরিণ প্রাণে আমরা বাঘ অহংকার পুষি। হিংস্র সিংহের মতো শিকার করি বশ্যতা স্বীকার না করা প্রাণকে। প্রাণকেন্দ্র অগণিত প্রাণের হত্যাকারি।
এই মাড়হীন, নীলবিহীন খসখসে সময়ের শাড়ি বুননের ফাঁকে ফাঁকে সুকৌশলে বংশবিস্তার করছে কালসাপ। শব্দমাত্রার ফাঁকে চুপ করে বসে থাকে ব্যথায় কুঁকড়ে যাওয়া কবি। কবিতারা ঈশ্বরের সাথে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠেছে। সাপুড়েরা বীণবাঁশি শানিয়ে জান্নাতে আরাম আয়েশে ঘুমিয়ে আছে। সাপ, সাপ এবং সাপ কেটে দিচ্ছে আমাদের রোজকার পথ।
নিজের লাশ কাঁধে করে ক্লান্ত আমি আমাকেই বেঁচে থাকার শান্তনা দিই। মিথ্যে রূপকথা শোনাই- 'রাজকন্যা আসবে একদিন এই শূণ্য বুকাকাশে। কবরের কপাট খুলে যাবে রাজকন্যের খোলা চুলের ঘ্রাণে। আমি আমাদের ফিরে পাবো। ঘরে ঘরে নবান্ন আনন্দের মতো রঙতুলিতে আঁকা পরিপাটি গ্রাম। যেন ছায়াছবির মতো সুখি সমাপ্তি।'
কবি সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন