কবিতা : ধন্যি মেয়ে সুকন্যে
কবি : লিসা রায়
গ্রন্থ :
প্রকাশকাল : ২৫ জুন, ২০২২ ইং
কবি লিসা রায়ের “ধন্যি মেয়ে সুকন্যে” শিরোনামের এই কবিতাটি তিনি নিজেই পাঠিয়েছেন কবিয়াল ডট কমে প্রকাশ করার জন্য। এ কবিতায় তিনি একজন নারীর দাম্পত্য জীবনের সুখ-দুঃখকে খুব নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।
![]() |
ধন্যি মেয়ে সুকন্যে || লিসা রায় |
ধন্যি মেয়ে সুকন্যে || লিসা রায়
কন্যে তোমার জীবন সুখের,
বড়ই পদ্যময়
সংসারকে আপন করতে,
ছন্দপতন হয়।
জীবন তোমার ভুলে ভরা,
এ-তো মিথ্যা নয়।
পিতার ঘরে লক্ষি ছিলে,
জীবন ছিল আনন্দময়।
স্বামীর ঘরে এসে তোমার,
স্বতীত্বের পরীক্ষা দিতে হয়।
একটু খানি সুখের জন্য,
সাজতে হয় ঝি।
কষ্টে যদি ছটফট করি,
তাতে পরের মায়ের কি?
স্বামীর আদর সোহাগে তোমার,
ভুলিয়ে দেবে কষ্ট ।
কন্যের জীবন সার্থক হবে,
হবে নাগো বিনষ্ট ।
কবি সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন