কবিতা                 :          একা
কবি                    :          বীথি চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ               :          
প্রকাশকাল            :          
রচনাকাল             :          

জনপ্রিয় কবি বীথি চট্টোপাধ্যায়ের “একা” শিরোনামের এই কবিতাটিতে তিনি খুব নিপুণভাবে একজন নারীর প্রেম ও বিরহের অনুভূতিকে তুলে ধরেছেন। তবে এ লেখার সময় ও অবস্থান এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
একা || বীথি চট্টোপাধ্যায়
একা || বীথি চট্টোপাধ্যায়


একা || বীথি চট্টোপাধ্যায়


আমার চোখে বসন্ত দারুণ চৈত্রমাস
চতুর্দিকে শিমূল-পলাশ কৃষ্ণচূড়ার ত্রাস।

ঝড় উঠেছে নিখুঁত কালো বৃষ্টি ভেজা রাত
আঁচল দিয়ে দুঃখ ঢাকি কোথায় তোমার হাত?

তব্ধ যদি ভালোবাসা প্রেমের-কম্পন
ফিরিয়ে দাও কিশোরীকাল প্রথম চুম্বন।

ভালোবাসার আগুন ঝড়ে চাইনি কোনো দাম
অশ্রুবিহীন চক্ষু হল প্রেমের পরিণাম।

এই সময়েই ভিন্ন হলে এমন চৈত্রমাস
ভালোবাসার ফুটছে কলি, ফাল্গুন বাতাস!

এই যে চোখ এই যে প্রেম, এই যে হা-হুতাশ
এই বসন্তে দেবো কাকে প্রেমের আস্বাস ?

আমার চোখে বসন্ত দারুণ চৈত্রমাস
ভালোবাসা বাসার পরে, ভাঙলে বিশ্বাস!

লেখক সংক্ষেপ : 
১৯৫৭ সালের ১১ই জুন কলকাতায় জন্মগ্রহণ করেন খ্যাতিমান কবি বীথি চট্টোপাধ্যায়। তিনি কবি বরানগরের রামেশ্বর বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিদ্যাসাগর কলেজ থেকে ১৯৭৮ সালে স্নাতক শেষ করেন। এরপর তিনি জীবিকা নির্বাহের প্রয়োজনে সাংবাদিকতা পেশায় মনোনিবেশ করেন। তাঁর প্রথম কবিতা ছাপা হয় জনপ্রিয় দেশ পত্রিকায়। 

কবি বীথি চট্টোপাধ্যায়ের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “আগুন রঙা আলপনা”, “বাগান পোশাক”, “একক মেয়েলি সুখ”, “প্রাণাধিকেষু”, “পূর্বপল্লীর রাত্রিবাস”, “একদিন রাতে”, “শ্রেষ্ঠ কবিতা” প্রভৃতি। কবিতা ছাড়াও তিনি অসংখ্য ছোটো গল্প ও উপন্যাস রচনা করেছেন।


কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন