কবিতা : প্রথম রাতের উষ্ণ ছোঁয়া
কবি : সৌরভ ভূঞ্যা
কাব্যগ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
তরুণ কবি সৌরভ ভূঞ্যার “প্রথম রাতের উষ্ণ ছোঁয়া” শিরোনামের এই কবিতাটি তার ফেসবুক পেজ থেকে নেয়া হয়েছে। এ কবিতায় তিনি খুব নিপুনভাবে ফুটিয়ে তুলেছেন ভালোবাসার মানুষ এবং তাকে একান্তভাবে পাওয়ার মূহুর্তের অনুভূতিগুলোকে। তবে এ কবিতার রচনাকাল এখনাব্দি জানা যায়নি। তা জানতে পারলে অবশ্যই কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।
![]() |
প্রথম রাতের উষ্ণ ছোঁয়া || সৌরভ ভূঞ্যা |
প্রথম রাতের উষ্ণ ছোঁয়া || সৌরভ ভূঞ্যা
কি উদ্দেশ্য তার ?
প্রেম তো নয় শুধু মন নিয়ে খেলা,
প্রেম তো নয় শুধু দুটি ঠোঁটের উষ্ণ স্পর্শ।
প্রেম তো নয় সেই মান্ধাতার আমলের -
চোখে চোখ মেলে চেয়ে থাকা।
প্রেম মানে শারিরি উন্মত্ততায় ভেসে যাওয়া,
প্রেম মানে যৌনতার করাল গ্রাসে
পরস্পরকে আত্মসমর্পণ।
প্রেম মানে নারী পুরুষের সহবাস।
সহবাস তো নয় এক সাথে,
এক শয্যায় নারীপুরুষের শুয়ে থাকা;
সহবাস হল প্রথম রাতের
শারিরি উষ্ণ ছোঁয়া,
নারী - পুরুষের যৌন সঙ্গম।
সহবাস যেন এক যুদ্ধক্ষেত্রের
উত্থান - পতন,
সহবাস যেন এক অস্তিত্ব রক্ষার জন্য
দুটি হিংস্র পশুর লড়াই।
কিন্তু তার ও তো উদ্দেশ্য সেই সৃষ্টি
-- কোন এক নতুন প্রজন্মের।
দুটি হিংস্র পশুর সেই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে,
পুরুষের প্রথম কর্মস্থল
নারিদের ওই স্তনযুগল,
ঐ তন্বী তরুণীর
সুডোল, সুঠাম ঐ স্তন যুগল।
মত্থনে মত্থনে যৌনতার চরম পর্যায়ে
এক অপূর্ব কারুকার্য;
- যেন কোন বিষাক্ত গোখরোর
গর্তে প্রবেশ।
গোখরোর সহজ প্রবেশ লাগি
গর্তের এক গ্রন্থি হইতে
গন্ধযুক্ত জেলির ক্ষরণ।
-- যার নাম ফেরোমেন,
বিজ্ঞানে বলে।
যার গন্ধে পুরুষ ছুটে যায়
নারী পিছে, যৌনতার আকর্ষণে।
যোনি দ্বারে আঘাতে আঘাতে
লিঙ্গের চরম আনন্দ,
আর নারীর মুখ হতে সেই প্রথম শেখা বর্ণপরিচয়ের বর্ণমালার
সাজানো সুরের বহিঃপ্রকাশ।
কখনও উপরে, কখনও নীচে
লিঙ্গের প্রবেশ ও বহির্গমন।
-- এই লড়াইয়ের নেই কি কোন শেষ ?
এ যেন কোন শিকারির শিকার নিয়ে খেলা ।
উলঙ্গ দুটি দেহ,
পূর্ণিমার স্নিগ্ধ আলোয়
সহবাসে মত্ত।
কখনও চরম উত্তেজনার মাঝে;
কাঁচা রক্তের মাখামাখি,
মুখ জোড়া কালশিটে দাগ,
মৃত্যু যে কি তা জেনে গেল পাখি।
বহু উত্থান পতনের মাঝে,
নারী পুরুষের যৌনতার গ্রাসে
থকথকে সাদা জেলির মতো পোশাক পড়ে
সৃষ্টির দুতের প্রবেশ
-- কোন এক গভীর খাদে।
সেই জেলি থেকে বেরিয়ে আসে
কোটি কোটি শক্তিশালী, সাহসী সৈন্য,
যারা প্রত্যেকেই চায় জয়ী হতে
-- এই প্রতিযোগিতায়।
তারপর তাদের মধ্যে কোন একজন
শক্তিশালী বীর পুরুষ বা কোন সুন্দরী নারী
করে আক্রমণ সেই আদিম পৃথিবীকে,
যেখানে লুকিয়ে আছে
-- সেই নতুন প্রজন্মের সত্তা।
জাগিয়ে তোলে সে তার সত্তাকে,
ঘুম ভাঙ্গিয়ে দেয়
এক নতুন পৃথিবীবাসীর।
নতুন সৃষ্টির আনন্দে
যৌনতার চরম পর্যায়ে,
চরম উত্তেজনার মুহূর্তে,
সেই তন্বী তরুণী তার সর্বশক্তি দিয়ে
সুঠাম স্তনযুগলের দ্বারা
জড়িয়ে ধরে ঐ বীর পুরুষের দেহ,
যে কাল হবু শিশুর পিতা হতে চলেছে।
রতির চরম সন্তুষ্টিতে,
কাম দেবের চলে যাওয়ার মুহূর্তে
শিথিল লিঙ্গের পুরুষ
অবসন্ন হয়ে
শেষ করে সেই লড়াই ,
যে লড়াইয়ে শ্বাসরোধী ডানাকাটা
এক খাঁচার পাখি
জেনে গেছে,
শারিরি আনন্দের সাথে
তার মৃত্যুর পথ আর কত দূরে বাকী?
লেখক সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন