Lyrics : তোমায় আমি পাইতে পারি বাজি / Tomay Ami Paite Pari Baji
Writer : হাসিম মাহমুদ, জালাল উদ্দিন খাঁ
Singer : হাসিম মাহমুদ, ইমন চৌধুরী
Music : কোক স্টুডিও বাংলা
Album : কোক স্টুডিও বাংলা (সিজন ৩)
Released : ২০২৫
বাংলাদেশের জনপ্রিয় মিউজিক প্লাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’র সিজন ৩’এ হাসিম মাহমুদ ও ইমন চৌধুরীর গাওয়া ‘বাজি’ শিরোনামের গানটির লিরিক লিখেছেন পথকবি হাসিম মাহমুদ নিজেই। এই গানটি বহুবছর ধরে অনেকেই গেয়েছেন তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে কোক স্টুডিও বাংলা সিজন ৩-এর একটি হৃদয়গ্রাহী গান হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছে। যা শহুরে লোককবিতাকে আদিবাসী সুরের সাথে দক্ষতার সাথে মিশ্রিত করেছে। গানটিতে মূল স্রষ্টা, পথকবি হাশিম মাহমুদের সাথে ইমন চৌধুরীর অসাধারণ সঙ্গীত আয়োজন এবং কণ্ঠ এক হয়েছে। ‘বাজি’ ভালোবাসার অক্লান্ত সাধনার প্রতি একটি আন্তরিক শ্রদ্ধার্ঘ্য, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যকে উদযাপন করে। কবিয়াল পাঠকদের জন্য এই গানের লিরিকটি বাংলা এবং ইংরেজিতে তুলে ধরা হইলো।
![]() |
| তোমায় আমি পাইতে পারি বাজি || হাশিম মাহমুদ || Tomay Ami Paite Pari Baji Lyrics |
তোমায় আমি পাইতে পারি বাজি || হাশিম মাহমুদ
Tomay Ami Paite Pari Baji Lyrics / তোমায় আমি পাইতে পারি বাজি লিরিক্স
Tomay Ami Paite Pari Baji in Bengali:
অ মোসেগ্যামারা মাআ প্যায়
ইয়ে হ্নাংবয়ই গি মা মংথো
ও ক্রাপা দোংলং ক্রা রঅমংলে
বাংলা অর্থ: মেঘে ঢাকা মাটির পৃথিবীতে, স্বপ্নের মতো তোমায় খুঁজে পেয়েছি।
ও ক্রাপংগি মারা যা আখাহা
ইয়া পংব্যইগি মা লেরা
ক্রাপং কোখ্যা রাতোজোইমা
মোও হ্নইখিংলে
বাংলা অর্থ: তোমার হাসিতে আমার সব কষ্ট দূর হয়ে যায়, আমি চিরকাল তোমাকেই দেখতে চাই।
নায়ানে দানে দানে, নায়ানে দানে,
নায়ানে দানে দানে দানে এএএএএ। (×২)
ও গঙ্গা যদি যাইতে পারি,
তোমায় আমি পাইতে পারি,
ভ্রমর কালো নদী। (×২)
তরী যদি বাইতে পারি,
সাদা পাল উড়াইতে পারি,
ভ্রমর কালো নদী।
নদীতে তুফান উঠিলে,
পানি যদি না সেচিলে,
অঘটনেও রাজি।
তোমায় আমি পাইতে পারি বাজি,
ওহ্ তোমায় আমি পাইতে পারি বাজি।
হে তোমায় আমি পাইতে পারি বাজি,
ওহ্ তোমায় আমি পাইতে পারি বাজি।
হে তোমায় আমি পাইতে পারি বাজি।
নায়ানে দানে দানে, নায়ানে দানে,
নায়ানে দানে দানে দানে এএএএএ। (×২)
একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল,
পাহাড়ি মেয়েটার কি চোখ দু'টো ছলছল।
ওহ্ একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল,
পাহাড়ি মেয়েটার কি চোখ দু'টো ছলছল।
ছল, নাকি জল,
চঞ্চল, মেয়ে তুই বল।
ছল, কেন চোখে জল?
চঞ্চল, মেয়ে তুই বল।
ওহ্ তোমায় আমি পাইতে পারি বাজি,
হে তোমায় আমি পাইতে পারি বাজি।
ওহ্ তোমায় আমি পাইতে পারি বাজি,
হে তোমায় আমি পাইতে পারি বাজি।
আসমানে তোর ছায়ারে কন্যা, জমিনে তোর বাড়ি,
রূপ লইয়া তোর চাঁদ সূরযে লাগছে কাড়াকাড়ি রে,
লাগছে কাড়াকাড়ি।
মেঘের ভেলায় সিনান করো, রৌদ্রে শুকাও কেশ,
বিজলি তোর মুখের হাসি, চমকে উঠে বেশ রে,
চমকে উঠে বেশ।
কার কাছে বলিব গো, কার কাছে বলিব গো,
সারাজীবন গেল আমার,
খুঁজিতে খুঁজিতে গো, খুঁজিতে খুঁজিতে।
আবার আমি গিয়েছিলাম নীল সাগরের জল,
সাগরের কন্যারই মন পাইনে সে অতল। (×২)
জল, কেন চোখে জল?
চঞ্চল, মেয়ে তুই বল।
জল, কেন চোখে জল?
চঞ্চল, মেয়ে তুই বল।
ওহ্ তোমায় আমি পাইতে পারি বাজি,
হে তোমায় আমি পাইতে পারি বাজি।
ওহ্ তোমায় আমি পাইতে পারি বাজি,
হে তোমায় আমি পাইতে পারি বাজি।
আসমানে তোর ছায়ারে কন্যা, জমিনে তোর বাড়ি,
রূপ লইয়া তোর চাঁদ সূরযে লাগছে কাড়াকাড়ি রে,
লাগছে কাড়াকাড়ি।
তোমায় আমি পাইতে পারি...
বাজি... বাজি...
Tomay Ami Paite Pari Baji Song Details:
Song : Tomay Ami Paite Pari Baji
Singer : Emon Chowdhury and Hashim Mahmud
Lyrics : Hashim Mahmud
Album : Coke Studio Bangla (Season 3)
Tomay Ami Paite Pari Baji Lyrics In English :
O mosegyamara ma'a pyae,
Iye hnaŋbəygi ma maŋthə,
O krəpa d̪oŋləŋ kra rə'əml̩e.
O krəpəŋgi mara ya akhaha,
Iya pəŋbəygi ma lera,
Krəpəŋ kokhya rat̪əd̪oima,
Moo hnikhiŋle.
Nayane dane dane, nayane dane,
Nayane dane dane dane eeee. (x2)
O Ganga jodi jaite pari,
Tomay ami paite pari,
Vromor kalo nodi. (x2)
Tori jodi baite pari,
Sada paal uraite pari,
Vromor kalo nodi.
Nodite tufan uthile,
Pani jodi na sechile,
Oghotone o raji.
Tomay ami paite pari baaji,
Oh tomay ami paite pari baaji,
Hey tomay ami paite pari baaji,
Oh tomay ami paite pari baaji,
Hey tomay ami paite pari baaji.
Ekbar ami giyechilam pahari onchol,
Pahari meyetar ki chokh duto chholchhol.
Oh ekbar ami giyechilam pahari onchol,
Pahari meyetar ki chokh duto chholchhol.
Chhol, naki jol,
Chonchol, meye tui bol.
Chhol, keno chokhe jol?
Chonchol, meye tui bol.
Oh tomay ami paite pari baaji,
Hey tomay ami paite pari baaji,
Oh tomay ami paite pari baaji,
Hey tomay ami paite pari baaji.
Asmane tor chayare konna,
Jomine tor bari.
Rup loiya tor chand shurje,
Lagche karakari re, lagche karakari.
Megher bhelay sinan koro, roudrey shukao kesh,
Bijli tor mukher hashi, chomke uthe besh re, chomke uthe besh.
Kar kache bolibo go, kar kache bolibo go,
Sara jibon gelo amar,
Khujite khujite go, khujite khujite.
Abar ami giyechilam nil sagorer jol,
Sagorer konnar-i mon paine se otol. (x2)
Jol, keno chokhe jol?
Chonchol, meye tui bol.
Jol, keno chokhe jol?
Chonchol, meye tui bol.
Oh tomay ami paite pari baaji,
Hey tomay ami paite pari baaji,
Oh tomay ami paite pari baaji,
Hey tomay ami paite pari baaji.
Asmane tor chayare konna,
Jomine tor bari.
Rup loiya tor chand shurje,
Lagche karakari re, lagche karakari.
Tomai ami paite pari...
Baaji... Baaji...
Baaji | Coke Studio Bangla | Season 3 | Emon Chowdhury X Hashim Mahmud
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন