মা কিংবা প্রেমিকা || শিমুল চৌধুরী ধ্রুব

কবিতা          :         মা কিংবা প্রেমিকা
কবি              :         শিমুল চৌধুরী ধ্রুব
গ্রন্থ               :         
প্রকাশকাল   :         
রচনাকাল     :         
 
বহুল পরিচিত কবি ও সাংবাদিক শিমুল চৌধুরী ধ্রুব “মা কিংবা প্রেমিকা” শিরোনামের এই কবিতাটি তিনি এবস্ট্রাকট ফর্মে লিখেছেন। অনবদ্য এ কবিতাটি তার প্রকাশিত কব্যগ্রন্থ নিষিদ্ধ পাণ্ডুলিপি থেকে নেয়া হয়েছে। তবে এ কবিতাটির অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। জানতে পারলে তবে তা কবিয়াল পাঠকদের জন্য অবশ্যই তুলে ধরা হবে।
মা কিংবা প্রেমিকা || শিমুল চৌধুরী ধ্রুব
মা কিংবা প্রেমিকা || শিমুল চৌধুরী ধ্রুব

মা কিংবা প্রেমিকা || শিমুল চৌধুরী ধ্রুব


যে সম্রাজ্যে তুমি চিরনিবাসী হও
তার নাম সুখ
আমি বিধাতা হয়ে আলিঙ্গন করছি তোমায়
কামনা করছি প্রকৃতির কাছে
তোমার শুকনো ডালে কচি ছত্রাকের মতো
জন্ম নিক আমার মানব শরীর

তুমি হও মা কিংবা প্রেমিকা!
তোমার সুখ সম্রাজ্যে জন্ম নিক
অন্ধকার থেকে আলোর।

লেখক সংক্ষেপ
কবি শিমুল চৌধুরী ধ্রুব তার প্রকাশিত কাব্যগ্রন্থ 'নিষিদ্ধ পাণ্ডুলিপিতে' নিজের পরিচিতি সম্পর্কে লিখেছেন ❝নাম, ধাম, বয়স, জন্ম, সময়-বিবিধের বেড়াজালে আমি কোনোদিন হারাতে চাইনি এবং ভবিষ্যতেও চাইনা। বইয়ের শেষ পৃষ্টা উল্টিয়ে কবি'র পরিচয় পাওয়া কি আদৌ সম্ভব! কবি যুবক নাকি বৃদ্ধ, ধনী নাকি দরিদ্র, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত কিনা, এসব আমার কাছে বরাবরই অপ্রাসঙ্গিক। কবির পরিচয় নিহিত থাকে মূলত তার সন্তানসম কবিতায়।

আমার পরিচয়ের কথা যদি বলতেই হয়, সেক্ষেত্রে আমি অতি সাধারণ এবং নগন্য এক মানুষ। এর বাইরে দেবার মতো পরিচয় আমার নেই।❞

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন