কবিতা : অশ্লীল সভ্যতা
কবি : আরিফ রেজা
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
তরুণ কবি আরিফ রেজার “অশ্লীল সভ্যতা” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। এই কবিতায় তিনি পুরুষতান্ত্রিক সমাজে নারীর অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। অনবদ্য এ কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
অশ্লীল সভ্যতা || আরিফ রেজা |
অশ্লীল সভ্যতা || আরিফ রেজা
একটা উলঙ্গ প্রায় সল্পবসনা মেয়ে দৌড়ে গেলো
চোখের সামনে দিয়ে!
শতশত মানুষের চোখের ভীরে হারীয়ে গেলো আত্তচিতকার!
আমি খুঁজছিলাম সেই অন্ধকার গলি,
কোথা থেকে বেরিয়ে এলো মেয়েটা?!
বিশ্ববিদ্যালয়ের বামের দিকে ডিন অফিসে একবার,
বামে গিয়ে আবার ডানে !
কোথাও নেই সেই লাল-সাদা সদ্য নগ্ন তরুণী;
অসংখ্য খুদার্থ মুখের আহার হাতের ছোঁয়ায় ছোঁয়ায়
একটা একটা লালসার থাবা যেন তাজা ফুলের নির্যাস নিচ্ছে।
একদল বীর পুরুষ দেখছে;
একদল প্রহরী বন্ধুক হাতে ঘুরছে;
একরাশ কালো মেঘ ভর করেছিলো সভ্যতাকে !
পুরুষের মননে নানান চিত্র মেয়েদের দৈহিক ধরন,
কেউ কেউ বলছিল , মেয়েটি বেশ্যা,
কেউ কেউ বলছিল, অভাগী,
সুযোগের সবটুকু স্বাদ নিলো নর,
চাপিয়া টিপিয়া তরুণীর অধর!
টানিয়া ছিরিয়া কাপড় ওড়না,
লোলুভ দৃষ্টি দেখিল হাজার, আর না!
এর হাত থেকে ওর হাতে,
এর বুক থেকে ওর বুকে!
সসার কিম্বা ফ্রিজভি যেমন ছুড়ে মারে ঠিক তেমন,
ভীর ঠেলে কজন পুরুষ যাবে সেখানে???
যেখানে কোন পুরুষ ছিলনা, সবাই নারী!
এগুলো সব গুজব রটনা,
কান কথা আড়াআড়ি!
তখনও হয়তো হাতের কাঁচের চুড়ি ভেঙ্গে ভেঙ্গে পরছিল,
হয়তো চোখের জল আর কাজলে একাকার?!
ভয়ার্ত কণ্ঠ কাতর সুরে,
ক্ষমা চাইল নিরঅপরাধে!
তোরা মরতে পারিসনা বোন?!?!
কিভাবেই বা মরবি, গায়ের ওড়নাটাও তো নিয়ে গেলো চিলে!
আজ হয়তো বেঁচে গেলি, সৃষ্টিকর্তা রহম দিয়েছিল দিলে।।
লেখক সংক্ষেপ :
তরুণ কবি আরিফ রেজা নিজের সম্পর্কে একটি লেখনিতে বলেছেন, “মান আর হুঁশ এই দুইয়ের সমষ্টি যদি হয় মানুষ তবে আমি তাই।” এর মাধ্যমে তিনি তার মনুষ্যত্বকেই প্রকাশ করেছেন। এছাড়া তার সম্পর্কে এখন অবদি তেমন কিছু জানা যায় নি। জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন