কবিতা         :         কবিতার কাজ
ভাষান্তর       :         শিমুল সালাহ্উদ্দিন
মূল কবি       :         হ্যারল্ড নর্স
গ্রন্থ             :         
প্রকাশকাল     :         
রচনাকাল      :         

তরুণ কবি শিমুল সালাহ্উদ্দিনের “কবিতার কাজ” শিরোনামের এই কবিতাটি মূলত অনুবাদ কবিতা। মূল কবিতাটি লেখা হয়েছিলো ইংরেজি ভাষায়। এটি লিখেছিলেন বিখ্যাত আমেরিকান কবি হ্যারল্ড নর্স। তার একটি বিখ্যাত কবিতা থেকে ভাষান্তর করে শিমুল সালাহ্উদ্দিন এর নাম রেখেছেন “কবিতার কাজ”।
কবিতার কাজ || শিমুল সালাহ্উদ্দিন
কবিতার কাজ || শিমুল সালাহ্উদ্দিন

কবিতার কাজ || শিমুল সালাহ্উদ্দিন


কবিতার কাজ হলো সেই তরুণের ছবিটি আঁকা,
যে গাইতে জানে আর, জানে ভালোবাসতে
সেই বালিকাকে, যার প্রচণ্ড আগ্রহ কামে আর সঙ্গীতে,
যা আবার কাকতালীয়ভাবে মিলে যায় তাদের দুজনের
আলাদা হৃদয়ের ভয়াল একাকীত্বের সাথে, সেই হতাশাও এমন,
তা যেনো ঠিক সেই অপহৃত, আশারোদে বিছিয়ে থাকা গীটারের কান্নাসুর,
যে সুরে হিংস্র বন্য মানুষেরা জীবন ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে
এক সুপ্রাচীন হলুদ বইয়ের পৃষ্ঠা থেকে।


লেখক সংক্ষেপ:

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন