কবিতা : হে চির স্তনবতী আমার
কবি : অজ্ঞাত
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ২১ অক্টোবর, ২০১৪ইং
একজন তরুণ কবি “হে চির স্তনবতী আমার” শিরোনামের এই কবিতাটি কবিয়ালের ইমেইলে পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন কবিতা প্রকাশ করতে। তবে তিনি তার পরিচয় প্রকাশে অনিচ্ছুক। তিনি কবিতাটি ২০১৪ সালের ২১ অক্টোবর খুব সকালে সুন্দরবনে বসে লিখেছেন।
![]() |
হে চির স্তনবতী আমার || অজ্ঞাত লেখক |
হে চির স্তনবতী আমার || অজ্ঞাত লেখক
সাহস সঞ্চয় করছি
একদিন দুঃসাহসে স্বীকার করে নেব, আমি কবি!
শুধু একমাত্র কারন তুমি স্তনবতী!
মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি এক অলৌকিক লজ্জাবতী ফুল
অথচ আমি ফলপ্রিয় সুতীব্র সংকোচে
তোমার বুক থেকে ঝুলে থাকে যে ফল স্বাদ-বর্ন-গন্ধবহুল
তার বন্দনাতেই এক মানুষ নির্মম ইচ্ছামৃত্যুর মত কবিজন্ম নিল বেছে!
কৈশোরের অমোঘ মেঘে তুমি যখন ক্রমশ একাকী
আমার বুকের ভেতর নিরন্তর “আবেগে” পেলে পুষে বড় করছি তুমি নামের পাখি!
সকাল বিকাল টের পাই পাঁজরের গোপন ঘরে কিচির মিচির করে চড়ুই
আমি কাউকে বলিনি সে নাম, প্রাচীরের আড়ালে ধরে বুকে বড়ই!
ছিঁড়বো বলে ফলের দিকে মন বাড়ালেম যেই,
বলল বৃক্ষ কষটা ভীষণ! পরিণত হব সামনেই!
নেশাতুর মন ভাংচুর হল, বহুদুর গেল হাঁটতে,
পায়ের পাতা,বুকের পাঁজর বড়ই কাঁটায় ইচ্ছেমত বিঁধতে!
ঋতু পালটাল, তুমিও মাসে মাসেই ঋতুকাল করছ অদল বদল,
মেঘ-বিজলি চমকাল, আশেপাশেই সুবাস ছরাচ্ছে বেসামাল নারঙ্গি ফল!
ফুল ভেবে যারে ছুইনি কভু বন্যরা থাক বনে,
ফল ভাবতেই ঠোঁট উচাটন রস আস্বাদনে!
থাক সে কথা, পর্দা টানাও, জানলা খোলা মেঘ,
বললে তুমি আরেকোটু অপেক্ষা কর, আরও রস আসবে বুক করে যাবে মদেদের ঠেক!
আমি তখন ধ্যানমগ্ন হয়ে বাঁচি, সেদিন চাঁদনী রাত,
আকাশ বাতাস পাগল করল বাতাবী লেবুর কড়া ঘ্রান
আমি তখন ধ্যানভঙ্গ হয়ে গেছি, আমাবস্যা ছুঁয়ে দিল হাত
যুগল লেবুর লেবুবাগান ছুঁয়ে দিতে উন্মাদ মনপ্রান!
জ্বর এসেছে কপাল জুড়ে এমনই তার নেশা
হাঁচি কাশি ভীষণ করে মাঝেমাঝে বিবমষা!
ভালো নেই গো ভালো নেই, এমন লেবু বাগান কাছেই অথচ আমার মেলও নেই
শুধু ছুঁয়ে দেই, যেন ছুঁয়ে দেই, কবে ছুঁয়ে দেই, কেন ছুঁয়ে দেই!
ঠাণ্ডা কাশি, ভালোবাসাবাস, তোমার কাছে চাইতে এলেম লেবু চা!
তুমি বললে দাঁড়াও বাপু! একটু সবুর করো না!
কিছু ছিল, সে কথায় কিছু ছিল,
যে সুখগুলো হাজার বছর কোথায় জানি লুকিয়ে ছিল।
পিছু নিয়েছিল, হয়তো পিছু নিয়েছিল,
আজকে হঠাত ঝরের মত আমার দিকে ছুটে এল!
যদিও আমি সামনেই দাঁড়ানও তথাপি আমাকে না ছুঁয়ে
ছুঁয়ে দিয়ে গেল ডোরবেল,
টোন বাজল, ডাকতে এলুম ভানুমতির খেল
যুধাস্ত্রে সজ্জিত হও স্তন এখন পাকা বেল!
আমি কে , আমি কেউ না আবার আমিই সব
আমার নামে তুমি পাঠালে অকালবোধিত দেবীপক্ষের উৎসব।
তুমি কে বল, চিনছি না তোমাকেও , রূপবতী মেঘ, মায়াবতী,
তুমি বললে, হে মানুষ ,কবি হও, পুরুষ হও, আমি পরিপূর্ণ স্তনবতী!
সকাল ৮ঃ০০
২১ শে অক্টোবর, ২০১৪
সুন্দরবন, খুলনা
লেখক সংক্ষেপ:
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন