Lyrics : Ochena Karor Buke/অচেনা কারোর বুকে
Writer : অরিত্র সেনগুপ্ত এবং রণজয় ভট্টাচার্য
Singer : ইশান মিত্র, রণজয় ভট্টাচার্য এবং মেখলা দাসগুপ্ত
Album : মিথ্যে প্রেমের গান (মুভি)
Released : ৩০ জানুয়ারি, ২০২৩ ইং
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ইশান মিত্র, রণজয় ভট্টাচার্য এবং মেখলা দাসগুপ্তের গাওয়া ‘অচেনা কারোর বুকে’ গানটির লিরিক লিখেছেন বিশিষ্ট গীতিকার ও সঙ্গীত শিল্পী অরিত্র সেনগুপ্ত ও রণজয়। রোমান্টিক ধাচের এ গানটি ‘মিথ্যে প্রেমের গান’ চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে। কবিয়াল পাঠকদের জন্য এই গানের লিরিকটি বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।
![]() |
অচেনা কারোর বুকে || অরিত্র সেনগুপ্ত / Ochena Karor Buke Lyrics |
অচেনা কারোর বুকে || অরিত্র সেনগুপ্ত
অচেনা কারোর বুকে গানের বাংলা লিরিক
Ochena Karor Buke Lyrics in Bengali:
অচেনা কারোর বুকে আজো মাথা রাখো,
অন্ন মনে আমায় খুঁজতেই থাকো।
বুকের ভেতর শুধু স্মৃতিদের সাঁকো,
ফিরে এসো আবার বারবার।
এভাবে ক্ষত তুমি হাসি দিইয়ে ঢাকো,
ভুলে যাওয়া ডাক নামে আমাকেই ডাকো।
এভাবে ক্ষত তুমি হাসি দিইয়ে ঢাকো,
ভুলে যাওয়া ডাক নামে আমাকেই ডাকো।
অজানা কোনও সুখের ছবি তুমি আঁক,
অন্য জীবনে জানি তুমি পাশে থাকো।
ব্যর্থ এ রূপকথা তবু কথা রাখো,
কাছে এসো আবার বারবার।
এভাবে ক্ষত তুমি হাসি দিইয়ে ঢাকো,
ভুলে যাওয়া ডাক নামে আমাকেই ডাকো।
এভাবে ক্ষত তুমি হাসি দিইয়ে ঢাকো,
ভুলে যাওয়া ডাক নামে আমাকেই ডাকো।
আ……
সাজনা বিনা কাটেনা মোরা ইয়ে সুনি রাতিয়া,
আয়েনা মোরি নিন্দিয়া তেরে বিনা ও মেরে সাজনা।
তারাপ তারাপ মোরা জিয়া ঘাবড়ায়ে ওরে পিয়া,
সাজনা বিনা কাটেনা মোরা ইয়ে সোনি রাতিয়া।
Ochena Karor Buke Song Details:
Song: Ochena Karor Buke
Singer: Ishan Mitra, Ranajoy Bhattacharjee & Mekhla Dasgupta
Lyricist: Aritra Sengupta & Ranajoy Bhattacharjee
Composer: Ranajoy Bhattacharjee
Music Label: SVF Musiv
Movie: Mitthye Premer Gaan
Ochena Karor Buke Lyrics in English:
Ochena karor buke aajo matha rakho
Onno mone amay khujtei thako.
Buker bhetor shudhu smritider sako
Fire esho aabar barbar.
Eibhabe khoto tumi hasi diye dhako,
Bhule jawa daak name amakei dako.
Ebhabe khoto tumi hasi diye dhako,
Bhule jawa daak name amakei dako.
Ojana konou sukher chobi tumi aako,
Onno jibone jani tumi pashe thako.
Byartho e rupkotha tobu kotha rakho,
Kache esho abar barbar.
Ei bhabe khoto tumi hasi diye dhako,
Bhule jawa daak name amakei dako.
Ebhabe khoto tumi hasi diye dhako,
Bhule jawa daak name amakei dako.
Aa……
Sajna bina katena mora ye sooni ratiya,
Aayena mori nindiya tere bina o mere sajna.
Tadap tadap mora jiya ghabraye ore piya,
Sajna bina katena mora ye sooni ratiya.
Ochena Karor Buke | Mitthye Premer Gaan | Anirban, Ishaa, Arjun| Ishan,Ranajoy,Mekhla|Aritra |Paroma
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন