Lyrics : ভালোবাসার মরশুম / Bhalobashar Morshum
Writer : বারিশ
Singer : অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল
Music : সানাই
Arrangement : চন্দ্রানিভ সাহা / Chandraniv Saha
Album : X = Prem / এক্স = প্রেম (সিনেমা)
Movie Director : সৃজিত মুখার্জি / Srijit Mukherji
Released :
Label : Shri Venkatesh Films
ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গাওয়া ‘ভালোবাসার মরশুম’ শিরোনামের এই গানটির লিরিক লিখেছেন গীতিকার বারিশ। এই গানের মিউজিক কম্পোজিশনে ছিলেন সানাই। জনপ্রিয় এই গানটি খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির ‘X = প্রেম’ চলচ্চিত্রের জন্য নির্মান করা হয়েছে। কবিয়াল পাঠকদের জন্য এই গানের লিরিকটি বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।
ভালোবাসার মরশুম || বারিশ
Bhalobashar Morshum Lyrics / ভালোবাসার মরশুম লিরিক্স
Bhalobashar Morshum Lyrics in Bengali:
মন একে একে দুই
একাকার আমি তুই,
আর না চোখ ফিরিয়ে, একটু হাস।
নেই, মনে কি কিছুই?
তোর ঠোঁটের ডানা ছুঁই,
মিলবে সব জীবনের ক্যালকুলাস।
স্মৃতিরা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম,
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম,
ভালোবাসারই মরশুম।
ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই,
সেই যে সেই তাকালেই, সর্বনাশ।।
ঝড় এলে তুই, সাথে থাকলে কি ভয়
তোর ঠিকানায়, পাঠালাম এ হৃদয়।
প্রেম হলে এক সুরে গান বেজে যায়
সে দেয় জখম, তবু সেই তো ভেজায়।
ব্যথারা ফিরেছে এপাশ
বালিশে জমে ভাঙা ঘুম,
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম,
ভালোবাসারই মরশুম।
দিন, বদলে যাবে ফের
হাত ধরে সময়ের,
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ।।
Bhalobashar Morshum Lyrics by Arijit Singh And Shreya Ghoshal
Bhalobashar Morshum Lyrics (ভালোবাসার মরশুম লিরিক্স)
Bhalobashar Morshum Song Lyrics In English:
Mon eke eke dui
Ekakar ami tui
Aar na chokh firiye ektu haas
Nei mone ki kichui
Tor thoter daana chui
Milbe shob jiboner Calculus
Smritira geche porobash
Kothara hoyeche nijhum
E buke tobu baromash
Valobashari Morshum
Bhalobashari morshum
Daak naame deke jai
Sei ager toke chai
Sei je sei takalei sorbonash
Jhor ele tui sathe thakle ki bhoy
Tor thikanay pathalam e hridoy
Prem hole ek sure gaan beje jay
Se dey jokhom tobu se toh vejay
Beythara fireche e pash
Balishe jome vanga ghum
E buke tobu baromash
Bhalobasari morshum
Valobasari morshum
Din bodle jabe pher
Haat dhore somoyer
Phutbe thik mon maphik mon polash
Futbe thik mon mafik mon polash
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন