লোডশেডিং এবং একটি পুরোনো প্রেমের উপাখ্যান || আহসান হাবীব রকি
লোডশেডিং এবং একটি পুরোনো প্রেমের উপাখ্যান || আহসান হাবীব রকি


লোডশেডিং এবং একটি পুরোনো প্রেমের উপাখ্যান || আহসান হাবীব রকি

.
মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটা 
ঘুরতে ঘুরতে হঠাৎ থমকে গেলো-
হাতে স্ক্রলিং হতে থাকা ফোনটাও 
কাজ করতে বন্ধ করে দিলো, 
টেবিলে পড়ে থাকা এঁটো খাবাবের প্লেটে- 'মাছিগুলো' 
কেমন যেন মিছিল, মিটিং আর জনসভা করতে বসে পড়লো...
টেবিলে পড়ে থাকা আধখোলা বইগুলো জানালার দমকা হাওয়ায়-
কেমন যেন ফড়-ফড় করে শব্দ করতে শুরু করলো। 

কে যেন বিরক্ত হয়ে হর্ণ চাপলো,
অনবরত শুনতে পাচ্ছি বাস-টেম্পু আর মটরবাইকের চলাচল...
ফুটপাতে বিক্রি করা সেই বাঁত-ব্যাথার ঔষধ, ম্যাজিক মাজন আর ছারপোকার বংশ নিরবংশ করা ঔষধের মাইকিং,
দূর থেকে ভেসে আসছে দেয়ালে ইকো হওয়ার ইট-পাথর আর কন্সট্রাক্শনের শব্দ,
এদিকে রান্নাঘরে চলছে থালাবাসন ঘঁসামাজা আর খালার সেই কর্কষ কন্ঠে এটা নাই-ওটা নাই অভিযোগ;  ঘোর বিরক্তিযোগ্য। 

অথচ মস্তিষ্কজুড়ে 
এত-এত কিছুর উপলব্ধি আর বিরক্তির  ভীরে -
চারকোণা এই ঘরের একটা বিছানায় আমি নিথর হয়ে পড়ে আছি ;
এমারজেন্সি বেডের রোগীর মত নিজেই-নিজের একটা-একটা করে নিশ্বাস গুনছি,
মনের ভেতরে তোমাকে ঘিরে 
পাওয়া আর না পাওয়ার ক্যালকুলেশনে বেঁধে আছে বিরাট গড়মিল। 
পুরোনো সেই কত-শত স্মৃতি
তোমার বলা হাজরটা মিথ্যে 
আর নিযুত-কোটি ওয়াদাগুলো... 
সব যেন আবার নতুন করে রিওয়াইন্ড হয়ে ভেসে চলছে মনে। 

কেমন যেন অস্বস্তি আর ঘামে বুকের মাঝে যন্ত্রনাগুলো আবারো বাড়তে থাকলো-
নিজের অজান্তে চোখের মাঝে অশ্রু জমছে টলোমলো... 
আর যেন কোনো কিছু 
শুনতে পাচ্ছি না- বুঝতে পারছি না,
মস্তিষ্ক দখল করে নিয়েছে 
তোমার মিষ্টি মুখে বিষ মাখানো হাসি-
বিবেক-বুদ্ধি মিলে যেন মনের বিরুদ্ধে ডিবেট করছে : ঘৃনার বদলে কেন আজও তোমাকে বড্ড-ভীষণ ভালোবাসি? 

এই যা ! 
মাথার উপর সিলিং ফ্যানটা ঘুরতে শুরু হয়ে গেছে..
হকারের বিজ্ঞাপন, খালার অভিযোগ তথা পুরোনো প্রেমিকার ছলনা -
সব কিছু এখন ইন্টারনেটের আটকে থাকা স্ট্রলিং বাটন অটোমেটিক স্কিপ হয়ে গেছে রীল, সিরিজ আর গেমে ;
কংগ্রাচুলেশন টু মি, মন আর মস্তিস্ক কোনোটাই আর নেই পুরোনো ইশুতে থেমে। 

Post a Comment

নবীনতর পূর্বতন