মদ সত্য || হুজাইফা রহমান (মাতুব্বর)
রম্য : মদ সত্য
কবি : হুজাইফা রহমান (মাতুব্বর)
কাব্যগ্রন্থ :
প্রকাশকাল : ১৫ আগস্ট, ২০২৩
রচনাকাল : ১৫ আগস্ট, ২০২৩
হুজাইফা রহমান (মাতুব্বর)র “মদ সত্য” শিরোনামের এই রম্য রচনাটি তিনি ২০২৩ সালের ১৫ আগস্টে লিখেছেন। এখানে মদের প্রতি ভালোবাসা প্রতিয়মান হয়েছে। তবে এ লেখার অবস্থান এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
মদ হলো এক স্বগীয় সরাব,
মনের মধ্য অনুভূতি জাগায় প্রেমের।
মদের বোতলে এক চুমুক দিতেই
আনন্দ এবং উত্তেজনার
অদ্ভূদ এক উন্মাদনায় জাগি।
এক পেক মদের চুমুক
সারাদিনের দুঃখগুলোকে
যেনো ধুয়ে মুছে দেয়।
আবার নেশা চড়ে গেলে
চাঁদ, সূর্য আর পৃথিবী
সবই খেতে ইচ্ছে করে।
ইচ্ছে করে মদের বোতল থেকে
আরো দু এক পেক খাই
আর মাতাল হয়ে বলি,
সবার উপরে মদ সত্য
তাহার উপরে নাই।
লেখক সংক্ষেপ :
হুজাইফা রহমান ২০০০ সালের ৭ই জুলাই শুক্রবার, বাংলা ২৩ আষাঢ় ১৪০৭ সনে ব্রাক্ষণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন । স্থায়ী বাড়ি- বরিশাল জেলার অন্তর্গত বাকেরগঞ্জ থানার দক্ষিণ কাজলাকাঠী গ্রামে । তার পিতার নাম মশিউর রহমান ও মাতার নাম ফরিদা ইয়াসমিন রেখা । তার পিতা ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত আছেন । হুজাইফা রহমান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করেন । তরুণ এই কবি একাধারে সাংবাদিক, কন্ঠশিল্পী, নাট্যকর্মী, গীতিকার, সুরকার, সংগঠক, সম্পাদক, সমাজকর্মী ও সাংস্কৃতিক কর্মী। কবি হুজাইফা রহমান বরিশাল নূরিয়া মাধ্যমিক বিদ্যালয় নবম-দশম শ্রেণির (২০১৫-২০১৬) বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। বর্তমানে তিনি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ-দ্বাদশ শ্রেণির (২০১৭-২০১৮) মানবিক বিভাগে অধ্যয়নরত আছেন। তিনি বিভিন্ন ম্যাগাজিন ও অনলাইন পত্রিকায় নিয়মিত লেখালেখির পাশাপাশি গান, আবৃত্তি ও মঞ্চ নাটক করেন। এছাড়াও জনপ্রিয় জাতীয় অনলাইন দৈনিক বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকম এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। তার যৌথ প্রকাশিত কাব্যগ্রন্হঃ তুমি পাশে নেই (২০১৬), অল্প কথার কাব্য (২০১৭), উৎসর্গ (২০১৭), নিশিপদ্ম (২০১৭), জীবনের যতো কাব্য (২০১৭), কুড়ানো কাব্য (২০১৭), কাব্য তরী (২০১৭), কাব্য খেয়া (২০১৭), কবিকোষ (২০১৮)। সাহিত্য স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন বাংলাদেশ কাব্যচন্দ্রিকা একাডেমী পদক (২০১৭)।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন