ব্রেকফাস্টে মদ খেলে মিথ্যে বলা যায়না || মার্সেলিন কুইয়া


রম্য                     :          ব্রেকফাস্টে মদ খেলে মিথ্যে বলা যায়না
কবি                     :          মার্সেলিন কুইয়া
কাব্যগ্রন্থ                :          
প্রকাশকাল             :          
রচনাকাল              :          জ্যৈষ্ঠ, ১৪২৭

মার্সেলিন কুইয়ার “ব্রেকফাস্টে মদ খেলে মিথ্যে বলা যায়না” শিরোনামের এই রুপক রচনাটি তিনি  জ্যৈষ্ঠ, ১৪২৭ লিখেছেন। এখানে মদের প্রতি ভালোবাসা প্রতিয়মান হয়েছে। তবে এ লেখার অবস্থান এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
ব্রেকফাস্টে মদ খেলে মিথ্যে বলা যায়না || মার্সেলিন কুইয়া
ব্রেকফাস্টে মদ খেলে মিথ্যে বলা যায়না || মার্সেলিন কুইয়া


ব্রেকফাস্টে মদ খেলে মিথ্যে বলা যায়না || মার্সেলিন কুইয়া


সকাল সকাল মদ খেলে পৃথিবী থেমে যায় খামোখা-
শোনা যায়, ঘর ভালো লাগে।
ভালো লাগে, জানলায় বেলুম্ব গাছের দাঁড়কাক।
সকাল সকাল মদ খেলে ভুলে থাকা যায় মৃত্যু-
সকাল সকাল মদ খেলে কবিতা না লিখেও দিব্যি চলে যায়।

সকাল সকাল মদ খেলে প্রেমিকার চুম্বন ভুলে থাকা যায়-
রোজ সকালে উঠে খালি পেটে এক গ্লাস মদ খেলে দূর হয় মেলানকোলিয়া।

সকালে মদ খেলেই সবাইকে চিৎকার করে জানাতে ইচ্ছে হয়,
“দেখো, আমি আজ সুখী!!!”

সকালে মদ খেলেই সারাদিন সত্য বলতে হয়;
সকাল সকাল মদ খাওয়ার মানে হয়?
কোন মানে হয়!!!!

লেখক সংক্ষেপ : 

কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন