Lyrics             :       সরি দীপান্বিতা ২ / Sorry Dipannita 2
Writer            :        রিতম বিশ্বাস / Ritam Biswas
Singer            :        রিতম বিশ্বাস / Ritam Biswas
Album            :       
Released        :        ১৩ মার্চ, ২০২২ ইং

বাংলাদেশের বহুল ভাইরাল ‘সরি দীপান্বিতা ২’ শিরোনামের এই গানটির লিরিক লিখেছেন গীতিকার রিতম বিশ্বাস। এ গানটি ১০ বছর আগে নির্মান করা ‘সরি দীপান্বিতা’ গানটির সিক্যুয়াল। ব্যপক জনপ্রিয় এ গানটি গেয়েছেন গীতিকার নিজেই। কবিয়াল পাঠকদের জন্য এই গানের লিরিকটি বাংলা এবং ইংরেজি বর্নমালায় তুলে ধরা হইলো।



সরি দীপান্বিতা ২ || রিতম বিশ্বাস

Sorry Dipannita 2 Lyrics / সরি দীপান্বিতা ২ লিরিক

Sorry Dipannita 2 Lyrics in Bengali:


স্বপ্নের শহরে,
মনের গভীরে,
তোমার পথ ধরে
হেঁটে যাই..

তুমি যে আপন,
তবে কেনো সঙ্গোপন!
উতলা এ মন
ডেকে যায়..

কি করে বলবো তোমাকে,
ডুবেছি কোন মায়াতে..
খুঁজেছি সবখানে তাও
পাইনি তোমায়
কি আছে উপায়..

কিছুটা গল্প হাওয়াতে,
ভেসে যায় অল্প চাওয়াতে..
পড়েছি কোন অসুখে,
ক্লান্তি বুকে
বড্ড অসহায়..

বেবাগী মন কি করে এখন!
ভুলেছে আবছা আলাপন,
তবু ডাকি বারে বারে
শোনো কি তা?

কাছে পাওয়ার ইচ্ছে গুলো
তোমার ছোঁয়ায় আকাশ পেলো,
মনের ঘরে আগলে তোমায়
দীপান্বিতা..

অকারণ অভিমান
বড়ই বেমানান,
কী ভীষণ ছলনা
কোরো না..
না না না..

এখনও অজানা
মনেরই ঠিকানা,
কেন সে মানেনা!
জানিনা..

তবুও চাইনি হারাতে,
মিশেছ আলো ছায়াতে..
ভুলেছি সব কিছু যে
তোমারই দুচোখের ইশারায়..

কিছু আশা ধুলো মেখে
রাস্তা খোঁজে মনের বাঁকে,
তারই আস্কারাতে মন ভুলেছে সব
চায় শুধু তোমায়..

বেবাগী মন কি করে এখন!
ভুলেছে আবছা আলাপন,
তবু ডাকি বারে বারে
শোনো কি তা?

কাছে পাওয়ার ইচ্ছে গুলো
তোমার ছোঁয়ায় আকাশ পেলো,
মনের ঘরে আগলে তোমায়
দীপান্বিতা..


Sorry Dipannita 2 By Tarif and Shifat

Sorry Dipannita 2 Song Details:


Song: Sorry Dipannita 2
Singer: Ritam Biswas
Lyric: Ritam Biswas
Guitar : Saswata Das
Bass Guitar : Barun Bhuimali
Music Arrangements : Saswata Das
Mix & Mastering : Devjit Biswas
Illustration & Edit : Subho Das



Sorry Dipannita 2 Lyrics in English:





কবিয়াল

কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন