আমাদের গল্পটা শুরু হয় এক কাপ চা দিয়ে || অভিজিৎ চৌধুরী


আমাদের গল্পটা শুরু হয় এক কাপ চা দিয়ে,
বইয়ের পাতায় আঙুল রেখে থেমে যাওয়া এক নিঃশব্দ সন্ধ্যায়।
বাইরে আলো ধীরে ধীরে ফিকে হয়,
আর আমাদের কথার ফাঁকে জমে থাকে অজস্র অপ্রকাশিত অনুভূতি।

তোমার চোখে তখন একটা ক্লান্ত উষ্ণতা,
যেন দিনের শেষ আলোটা সেখানে আশ্রয় নিয়েছে।
আমি কিছু বলতে যাই, আবার থেমে যাই,
কারণ কিছু অনুভূতি শব্দের কাছে হার মানে।

না, কোনো নাটক নেই, কোনো সমাপ্তিও নেই।
শুধু কিছু সময়, কিছু নীরব দৃষ্টি,
আর এক অনন্ত বিরতি,
যার ভেতর আমরা দু’জন নিঃশব্দে বেঁচে থাকি,
চায়ের গন্ধে, বইয়ের পৃষ্ঠায় আর সন্ধ্যার অচেনা আলোয়।

~ অভিজিৎ চৌধুরী

Post a Comment

নবীনতর পূর্বতন