![]() |
| মাহমুদ সাজেদিনের কবিতা |
ডাক্তার বনাম সবাই || মাহমুদ সাজেদিন
এরচে আমাদের বাবা হয়ে যাওয়া ভাল
চিকিৎসা হবে জুড়ি-বটি আর ফু এ
রোগ নির্ণয় নেই, বলব ধরেছে জ্বীনে
শিকড় দিয়ে বলব পানি খেও এটা ধুয়ে।
কোন পরীক্ষা নিরীক্ষা লাগবে না
না সাড়লে সেটা রুগীর বিশ্বাসের দোষ
চ্যালা চামুন্ডা প্রচার করবে মাইকে,
এই চিকিৎসায় মরে ক্যান্সারের কোষ।
রোগী মারা গেল বলবো আল্লাহর মাল,
ভালবেসে তিনি কাছে নিয়েছেন টেনে।
ডাক্তাররা না ভুল চিকিতসা করে,
কমিশনের টাকায় বাড়ি, গাড়ি ফ্লাট কেনে,
ডাক্তারী না করলে সম্ভবনা নেই ভুলের,
সাংবাদিক এসে বলবে না,হয়েছে ভুল।
এটেনডেন্টরা মারতে আসবেনা তেড়ে,
দোষ ধরবেনা নেতা বা আসিফ নজরুল।
এমন না ডাক্তার হাতে দেখতে পারে
সে তো কোন জ্যোতিষী বা পীর নয়,
লক্ষ রোগের ভীড়ে নাড়ির গতি বুঝে
বা হিস্ট্রী নিয়ে কি সম্ভব রোগ নির্ণয়?
ডাক্তাররা সব সময় সফট টার্গেট
সেই যে কোরানে বলা সালোয়া পাখি,
যাদের ইচ্ছা হলেই মারতে পারো,
সবাই ডাক্তারী বাদ দাও বলে রাখি।
আপনার পছন্দের কবিতা নাম কমেন্টে জানান
Follow Now Our Google News
মাহমুদ সাজেদিন’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
- ঈশ্বর চন্দ্রের বঙ্গদর্শন
- বানুস সিক্রেট
- ডেক্সটাকার্ডিয়া ও ৯৯ টি কবিতা
- বেনিফিট অব ডাউট
লেখক সংক্ষেপ:
মাহমুদ সাজেদিন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব। পেশাগত জীবনে তিনি একজন স্বনামধন্য চিকিৎসক ও শিক্ষাবিদ, এবং পাশাপাশি একজন পরিচিত লেখক হিসেবেও সুপরিচিত। ডাঃ মাহমুদ সাজেদিন বাংলাদেশের চিকিৎসা ও সাহিত্য উভয় জগতেই নিজের অবদান রেখেছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদের অর্থোডন্টিকস (দাঁতের ব্রেস ও সারিবদ্ধকরণ বিদ্যা) বিভাগের একজন সহযোগী অধ্যাপক এবং এফসিপিএস (FCPS) ডিগ্রিধারী ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতা ও চিকিৎসা সেবার পাশাপাশি তিনি চিকিৎসা বিজ্ঞানে গবেষণার সাথেও যুক্ত। চিকিৎসার ব্যস্ততার বাইরে তিনি একজন কবি ও কথাসাহিত্যিক। তিনি মূলত বাংলা ভাষায় কবিতা, গল্প ও উপন্যাস রচনা করেন। ইতোমধ্যে তার লেখা বেশকিছু বই প্রকাশিত হয়েছে যা পাঠকদের কাছে বেশ সমাদৃত।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন