এই বোকা! || জান্নাতুল ফেরদৌস
এই বোকা! মন খারাপ কেন শুনি?
একা একা বসে আছো
মুখখানি গোমড়া করে,
আঁধারে মুখ লুকিয়ে কাঁদলেই বুঝি
কেউ বুঝবে না তাইনা!
.
এই বোকা! মন খুলে হাসো একটু
চোখের পানির বন্যা মুছো একটু
দেখোনা জোনাকিরা অপেক্ষায়,
তোমার প্রতীক্ষায় আকাশের ঐ চাঁদ
ফুলগুলো সুবাসিত হচ্ছে তোমারই জন্য
তবুও চুপ করে মনমরা হয়ে থাকবে!
.
এই বোকা! গতকাল নাকি খুব রাতে
একা একা ছাদে উঠেছিলে?
ভয় করেনি!তোমার তো ভুতে ভয়
খুব সাহসী হয়েছো দেখছি আজকাল।
.
কি ভাবছো! কিভাবে জানলাম তাইতো?
বোকা আমি না জানলে কে জানবে বলো!
তোমার প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত আমার খুব করে আছে জানা।
তুমি কি ভাবছো আমি অনেক দূরে
চলে গেছি তোমার থেকে,
উহু মোটেই না!আমি তোমার খুব কাছে
নিঃশ্বাসে অনুভব করে নিও আমায়
মনের বিশ্বাসে রেখো আমায়।
.
আর রোজ রোজ আমায় ভেবে
মনমরা হয়ে থাকবেনা বললাম
আমার স্মৃতির শিকলে বন্দি হয়ে
বিষাদের অশ্রু ঝরাবে না আর।
আমার কবরের দিকে তাকিয়ে
শেষ বারের মত আমার মুখটা
একদম মনে করবেনা বুঝেছো!
.
শোনো কাল থেকে তোমায় আবার
আগের মতন হাসিখুশি দেখতে চাই
তুমি কষ্টে থাকলে কতটা কষ্ট হয়
আমার সেকি জানোনা গো তুমি!
তবে কেন নিজেও কষ্ট পাও আর
সাথে আমাকেও দেও এত?
.
এই বোকা! যাওতো উঠো এবার
এককাপ কফি করে খাও তো
মাথাব্যাথ্যা টা ছেড়ে যাবে এক্ষুণি
এখন কি আর আমি আছি
যত্ন করে টিপে দেবার জন্য!
একটু নিজের খেয়াল রাখো তো
এবার একটু গুছিয়ে নেও নিজেকে।
.
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস করো
কাল খুব সকালে তোমার টিয়া পাখিরা
তোমার ঘুম ভাঙ্গাবে,
তোমার খরগোশ নাকি বাচ্চা দিয়েছে
ওদের তুমি একাই আদর করছো!
আমার ক্যাকটাস গুলো নাকি
এখন তোমার প্রিয় খুবই!
এখন আর অসহ্য লাগেনা ওদের,
কাঁটাগাছ কাঁটাগাছ বলোনা কেন!
আমি খুব মিস করছি তোমাদের।
শিউলি তলায় বসে বসে তুমি মালা
বানাও বেহিসেবি,
বেলী ফুলের সুবাসে ভরে থাকে
তোমার ঘরের জানালা,
গোল্ডফিস দুটোও খুব জ্বালায় তাইনা!
.
তোমার কি খুব বেশি কষ্ট হয়!
আর কয়েকটা দিন সময় দাও
দেখো সবকিছু আবার ঠিক হয়ে যাবে।
শুধু স্মৃতিগুলোকে একবার ঘুমুতে দাও
মুহূর্তগুলোকে মুড়িয়ে ফেলো
একটু দুঃখ সয়ে নেও
শুনছো এই বোকা!
নিজেকে একটু শক্ত করো
অজানা অদেখা সুখগুলো ধরো,
আমার চিন্তাটা এবার ছাড়ো
সময়ের সাথে সামনে বাড়ো।
একটি মন্তব্য পোস্ট করুন