অদৃশ্য এপিটাফে || জান্নাতুল ফেরদৌস


গাড়ির চাকায় পিষ্ট হয়ে সদ্য ঘুম ভাঙা
এক ফুটফুটে কাঠগোলাপের মৃত্যু...
অনাকাঙ্ক্ষিত এ ঘটনা স্বচক্ষে দেখে,
ঝরে যাওয়া কৃষ্ণচূড়ার শোক প্রকাশ
মৌসুমের শেষ জারুলেরা নির্বাক
ফ্যাকাশে সোনালুর নীরব কান্না
অফুরন্ত অলকানন্দার অস্পষ্ট চাহনি
রঙ্গনের চেহারায় চাপা আর্তনাদ
জীর্ণ জবার প্রতিবাদী সমাবেশ
বাগানবিলাসের টুকরো মিছিল
বৃষ্টিস্নাত বেহিসেবি বেলীর বিষণ্ণতা
ঘুমন্ত ঘাসফুলেরা কষ্টে জাগ্রত 
গোলাপের কুঁড়ির গভীর গোঙ্গানি
গাছে অবশিষ্ট কামিনী কিংকর্তব্যবিমূঢ় 
নয়নতারার নয়ন নিঃশব্দে নত
অপরাজিতার অভিমানী অভিযোগ
হাজারো হাসনাহেনার হতাশা
ছন্নছাড়া শুভ্র শিউলির সংশয় 
সন্ধ্যামালতীরা আন্দোলনে উত্তেজিত 
বাসি বকুলের বীভৎস বিলাপ
লাজুক লজ্জাবতীরা অবসাদগ্রস্ত 
সারি সারি পাতাবাহারের অস্থিরতা 
কয়েক'শো কাঠমালতী বিস্মিত
মুহূর্তেই মাধবীলতার মন-খারাপ
উড়ন্ত প্রজাপতি হঠাৎ ভয়ে স্তব্ধ 
ল্যাম্পপোস্টে বসা পাখিরা অশ্রুসিক্ত
অকুতোভয় জোনাকিগুলো উদাসীন 
ঝিঁঝিঁ পোকারা নিমিষেই বাকরূদ্ধ
বেখেয়ালি ব্যস্ত রাস্তার বিচিত্র মানুষ
ছুটছে যে যার চেনা-অচেনা গন্তব্যে
বিষয়টা তাদের খুব একটা ভাবায় না
অবেলায় প্রিয় কাউকে হারানোর পিছুটানে
প্রকৃতি জোছনার আলোয় গুনতে বসেছে
অবহেলা মিশ্রিত মৃত্যুর একগুচ্ছ তালিকা 
সব অবলোকন করে দীর্ঘশ্বাস ছাড়ে বালিকা
ভাবে মৃত কাঠগোলাপের পাপড়ির অভিশাপে
হয়তো লিখা থাকে কিছু স্মৃতি অদৃশ্য এপিটাফে!

Post a Comment

নবীনতর পূর্বতন