অবহেলিত গোর || জান্নাতুল ফেরদৌস


মানুষ তার মনের সমান সুন্দর
তাই সুন্দর হতে কাউকে,
আসলে করা যায় নাকো জোর

চিরায়ত থাকে কিছু প্রাচীন প্রহর
শিউলির বদলে বেলীতে,
ঠিকঠাক মানায় না শরতের ভোর

আড়ালপ্রিয় বিবর্ণ অন্ধকার অন্তর
বাসি স্মৃতি ছুড়ে দেখুক,
ঝলমলে এক সোনালী রোদের ঘোর

সবর্দা জড়িয়ে থাকে চোখের চাদর
জোছনাস্নাত জোনাকিরা,
তার ডাকনাম দিয়েছে প্রিয় মন চোর

জীবনের ছায়াপথ মরীচিকায় মন্থর 
আহত আত্নার আর্তনাদে,
রোজ ধোঁয়ায় ভার হয় দহনের দোর

হঠাৎ শুনি নিস্তব্ধ প্রতিধ্বনির প্রান্তর
দুঃস্বপ্নে দেখি আড়চোখে,
প্রজাপতি হয়ে উড়ে শূন্য হৃদয় মোর

চেনা দায় বড্ড অনুভূতির শান্ত শহর
দীর্ঘশ্বাসেরা ছুঁয়ে যায়,
মাঝে মাঝে চুপিচুপি অবহেলিত গোর

Post a Comment

নবীনতর পূর্বতন