বৃষ্টি পড়ে, বৃষ্টি ঝরে || জান্নাতুল ফেরদৌস


বৃষ্টি পড়ে শ্যাওলার গায়
বৃষ্টি পড়ে মরা ঘাসে হায়,
বৃষ্টি পড়ে স্যাঁতসেঁতে দেয়ালটায়
বৃষ্টি পড়ে ইচ্ছেদের দিতে সায়।
বৃষ্টি পড়ে ভাঙা জানালায়
বৃষ্টি পড়ে ভিজতে দোটানায়,
বৃষ্টি পড়ে হাতের আঙুল ছোঁয়
বৃষ্টি পড়ে ঝুমঝুম অকুতোভয়।
বৃষ্টি পড়ে ক্লান্ত সময় গড়ায়
বৃষ্টি পড়ে কেউ গুনগুনিয়ে যায়,
বৃষ্টি পড়ে বোবা স্মৃতিরা পোড়ায় 
বৃষ্টি পড়ে কথাদের বুনে ইশারায়।

বৃষ্টি ঝরে জোড়া চোখের কোণে
বৃষ্টি ঝরে অপ্রিয় আলসে অভিমানে,
বৃষ্টি ঝরে রোগাটে বিষণ্ণ মনে
বৃষ্টি ঝরে অর্থহীন প্রিয় পিছুটানে।
বৃষ্টি ঝরে কারণে-অকারণে 
বৃষ্টি ঝরে শুন্য হৃদয়ের গহীনে,
বৃষ্টি ঝরে কারো দোয়ার ঋণে
বৃষ্টি ঝরে শুদ্ধ অনুভূতির বীণে।
বৃষ্টি ঝরে আপন মানুষ শোনে
বৃষ্টি ঝরে তবু তোলে নাকো কানে,
বৃষ্টি ঝরে অবহেলামাখা অস্থির দিনে
বৃষ্টি ঝরে বুঝতে জীবনের অপূর্ণ মানে।

Post a Comment

নবীনতর পূর্বতন