নিঃসঙ্গ কবি || স্নেহাশীষ বড়ুয়া


মাঝে মাঝে কোন কারণ ছাড়াই মন খারাপ হয়
হয়তো সবকিছু ঠিক আছে
শরীর বেশ ভালো
ব্যবসাও ঠিকঠাকভাবে চলছে
পরিবারের সবাই ভালো আছেন,
প্রিয়জনেরা সবাই বিন্দাস্
তবুও মনটা খারাপ
কেন এমনটা হয় বলতে পারেন!

এইসময় নিজেকে খুব একা মনে হয়
খুবই নিঃসঙ্গ লাগে
মনের মাঝে কেমন যেন দুঃখী দুঃখী ভাব জাগে
একা কোথাও গিয়ে বসে থাকতে ইচ্ছে করে
নির্জনে নিজেকে নিয়ে ভাবতে ইচ্ছে করে,
নাহ্, গৌতম বুদ্ধের মতো দুঃখ থেকে মুক্তি আমি খুঁজি না
একা একা এই দুঃখটাকেই উপভোগ করতে ভালো লাগে
রুক্ষতার মাঝেও যেমন সৌন্দর্য লুকিয়ে থাকে
তেমন দুঃখও নিজের মাঝে সুখকে আগলে রাখে,
সেই সুখের নির্যাসটাকে আপন করে নিতে মন চায়
দুঃখবিলাসী মনটা তখন সুখসাগরে হারায়...

Post a Comment

নবীনতর পূর্বতন