ডাহুকের অভিশাপে || জান্নাতুল ফেরদৌস
বৃষ্টিভেজা মাধবীলতার নিঃশব্দে ঝরে যাওয়ার কান্না
মেঘে ঢাকা দূর আকাশের ঐ তারাদের চোখও কিন্তু এড়ায় না।
রাত বিরেতে ঝিঁঝিঁ পোকাদের কলরবে সদ্য ফোটা
রঙ-বেরঙা ফুলেদের আড্ডা জমে উঠে ঘুমন্ত পাখিদের না বলে।
লোডশেডিংয়ে লাগামহীন কুকুরের ডাকে
বিরক্ত নির্ঘুম আমি বিষাদবিমূঢ় হয়ে ভাবতে বসে যাই তোমাকে।
সময়ের পরিক্রমায় আমাদের রাতের স্মৃতিতে সুখের সুবাস
হঠাৎই কেন যেন পরিবর্তিত হয়ে যায় দুখের দহনে।
রাতের রূপকথারা ফের ফিরে আসে বৃষ্টি হয়ে এই শহরে।
দূর্বাঘাসের উপর চুপিচুপি ফেলে যায় সূক্ষ্ম পায়ের ছাপ।
নিশুতি রাত ফুরায় একটু একটু করে নিয়তির নিষ্ঠুর বেড়াজালে
ভিজতে থাকা রহস্যময় স্বরের ডাহুকের অভিশাপে।
একটি মন্তব্য পোস্ট করুন