কবিতা          :         অন্তরঙ্গ অবহেলা
কবি              :         ওসমান হাদি
গ্রন্থ               :         লাভায় লালশাক পুবের আকাশ
প্রকাশকাল   :         ফেব্রুয়ারী ২০২৪
রচনাকাল     :         

সম্প্রতি নিহত সীমান্ত শরিফ ওরফে ওসমান হাদির লেখা ‘অন্তরঙ্গ অবহেলা’ শিরোনামের কবিতাটি ২০২৪ সালের ফেব্রুয়ারীর বইমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ ‘লাভায় লালশাক পুবের আকাশ’ থেকে নেয়া হয়েছে। তার এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

 

আগুন কি আলো নয় || ওসমান হাদি/সীমান্ত শরিফ
আগুন কি আলো নয় || ওসমান হাদি/সীমান্ত শরিফ


অন্তরঙ্গ অবহেলা || ওসমান হাদি/সীমান্ত শরিফ

তোমার একটা বর হোক—
খালপাড়ের স্বর্ণলতার মতন একটা বর।
মগডাল হতে শিকড়ে
দীঘল বেড়া হয়ে আগলে রাখবে তোমারে
ঠিক তেমন একটা বর।

তার পাশে বসে বা মাথা রেখে বুকে
প্রায়শ যখন ভিজে যাবে চোখ
তখনও যদি অন্য কারও নাম বাজে কানে
সজ্ঞানে, অজ্ঞানে বা রাত্রির মতো গোপনে
টের পেয়েও সে হয়তো থাকে চুপ
ঝবে সেদিন আমার অন্তরঙ্গ অবহেলার মানে।


আপনার পছন্দের কবিতা নাম কমেন্টে জানান 


 Follow Now Our Google News

ওসমান হাদি’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
  • লাভায় লালশাক পুবের আকাশ (২০২৪)



লেখক সংক্ষেপ:
সীমান্ত শরীফ ওরফে শরীফ ওসমান বিন হাদী (সংক্ষেপে ওসমান হাদী) ছিলেন বাংলাদেশের একজন তরুণ রাজনৈতিক কর্মী, বক্তা এবং জুলাই আন্দোলনের পর গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের জামাত-শিবিরের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। যদিও সেসময় অনেক চেষ্টা করেও আলোচনায় আসতে পারেননি তিনি। তবে ইনকিলাব মঞ্চ গঠনের পর বিভিন্ন সময় অশ্লীল গালাগাল সম্বলিত ও বিতর্কিত বক্তব্য প্রদানের মাধ্যমে পরিচিতি পান ওসমান হাদি।

তিনি ১৯৯৩ সালের ৩০ জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা থেকে আলিম এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন হাদি।

তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আততায়ীর গুলিতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি মৃত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুতে তার সমর্থকরা বাংলাদেশের বিভিন্ন স্থানে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো সহিংসতা চালায়।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন