কবিতা                    :        কয়টা সার্টিফিকেটে একজন পরিপূর্ণ মানুষ
কবি                      :         কিশোর ফয়সাল
গ্রন্থ                          :          
প্রকাশকাল              :       

কয়টা সার্টিফিকেটে একজন পরিপূর্ণ মানুষ || কিশোর ফয়সাল
কয়টা সার্টিফিকেটে একজন পরিপূর্ণ মানুষ || কিশোর ফয়সাল

কয়টা সার্টিফিকেটে একজন পরিপূর্ণ মানুষ || কিশোর ফয়সাল


মা এবং ভাতের গল্প সমানে-সমান
কৃষক এবং ফসলের গল্প সমানে-সমান
ফুল এবং প্রেমিকার গল্প,
নদী ও মাছের গল্প
শ্রমিক ও হাতুড়ির গল্প,
তুমি এবং আমার গল্প সমানে-সমান।
.
শিক্ষকের চোখে গোপন হাসি, প্রেমিকের চোখেও
একজন শয়তানের হয় ফাঁসি
ক্ষুদিরামেরও,
আমাকে হত্যা করে সন্ত্রাসী, জলপাই রঙের পোশাক'ও।
.
ছয়টি বুলেটে একটি পরিপূর্ণ রাইফেল,
একটি খুনে একজন পরিপূর্ণ খুনি
আলোয় পরিপূর্ণ ঘর,
সন্তানে পরিপূর্ণ হয় মা।
কয়টা সার্টিফিকেটে হয়? একজন পরিপূর্ণ মানুষ!


কবি সংক্ষেপ :


কবিয়াল


কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন