কবিতা : বিচার কোরোনা
কবি : তিতাস মন্ডল
গ্রন্থ :
প্রকাশকাল :
বিচার কোরোনা || তিতাস মন্ডল |
তিতাস মন্ডলের “বিচার কোরোনা” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টের দেয়াল থেকে নেওয়া হয়েছে। এই লেখার অবস্থান, প্রেক্ষাপট ও প্রকাশকাল এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
বিচার কোরোনা || তিতাস মন্ডল
শব্দ দিয়ে বিচার কোরোনা আমার অস্তিত্ব
আমি তেমনটি লিখতে পারিনা যেমন আমার ভাবনার মধ্যে থাকে।
কথা দিয়ে বিচার কোরোনা আমার বাস্তবতা
আমি ততটাও বলতে পারিনা যতটা আমার মনের মধ্যে থাকে।
ভালোবাসা দিয়ে বিচার কোরোনা আমার গভীরতা
আমি ততটা প্রকাশ করতে পারিনা যতটা হৃদয়ে থাকে।
অশ্রু দিয়ে বিচার কোরোনা আমার দুর্বলতা
আমি ততটা কাঁদতে পারিনা যতটা বুকে যন্ত্রণা থাকে।।
কবি সংক্ষেপ : কবি তিতাস মন্ডল এমনই কোনো এক বছরের ১৪ই অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। পরিবারের সদস্যদের কাছে তিনি উমা নামেই পরিচিত। পশ্চিমবঙ্গের সাউথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন সমাপ্ত করেছেন তিনি। ২০১০ সালের ১৫ আগষ্ট তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিজীবনে ঘুরে বেড়াতে ও রান্না করতে পছন্দ করেন কবি তিতাস মন্ডল।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন