গীতিকবিতা : তুমি বন্ধু কালা পাখি
কবি : হাসিম মাহমুদ
সুর : হাসিম মাহমুদ
গায়ক : শিবলু মৃধা
সংগীতায়োজন : ইমন চৌধুরী
প্রকাশকাল : ১৯ জুলাই, ২০২২ ইং
সাদা সাদা কালা কালা’ শিরোনামের এ গানটি অনেকের কাছে নতুন মনে হলেও শাহবাগ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিয়মিত মানুষের কাছে দশ-বিশ বছর আগে থেকেই পরিচিত। এবার হাওয়া চলচ্চিত্রের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে গেলো গানটি। গানটি রচনার পেছনের গল্পটিও চমৎকার। গানের গীতিকার হাশিম মাহমুদ তরুণ বয়সে একটা মেয়ের প্রেমে পড়েছিলেন। মেয়েটা দেখতে কোকিলের মতো কালো ছিল। কিন্তু সেই মেয়েটিকে কখনো তার ভালোবাসার কথা বলতেও পারেননি। মূলত তাকে ভেবেই নাকি গানটি লিখেছিলেন হাসিম।
তুমি বন্ধু কালা পাখি || শিবলু মৃধা |
তুমি বন্ধু কালা পাখি || শিবলু মৃধা
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা,
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা।
হইছি আমি মন পাগলা
বসন্ত কালে ..
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।
পিরিত ভালা গলার মালা
বললে কি আর হয়,
যারে ভালো লাগে আমার
দেখলে তারে চোখে নেশা হয়
রে বন্ধু চোখে নেশা হয়।
সাদা সাদা কালা কালা
রঙ জমেছে সাদা কালা,
সাদা সাদা কালা কালা
রঙ জমেছে সাদা কালা।
হইছি আমি মন পাগলা
বসন্ত কালে ..
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি,
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি ..
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি,
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি ..
লেখক সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন