কবিতা : কীর্তিনাশা
কবি : অন্নপূর্ণা দেবী
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
তরুণ লেখিকা অন্নপূর্ণা দেবীর “কীর্তিনাশা” শিরোনামের এই কবিতাটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নেয়া হয়েছে। অনবদ্য এ কবিতাটি লেখার অবস্থান ও প্রেক্ষাপট এখন অবদি জানা যায়নি। তবে জানতে পারলে তা অবশ্যই কবিয়াল পাঠকদের সামনে তুলে ধরা হবে।
![]() |
কীর্তিনাশা || অন্নপূর্ণা দেবী |
কীর্তিনাশা || অন্নপূর্ণা দেবী
এরপর তোমার সাথে আমার
অনেকদিন কথা হবে না।
ভুলে যাবো তুমি কপাল কুচকালে
কী অদ্ভুত অনুভূতি হয় আমার!
ভুলে যাবো তুমি হাসলে কেমন করে
শরীর জুড়ে কদম ফুটে!
''আমি একদিন মুক্তি পাবো, আকাশ হবো''
এই আশায় থেকে থেকে;
আমার মৃত্যুর অনেকদিন পর
তুমি আমার অবমুক্তির সংবাদ পাবে।
কার্নিশের ভাঁজে চড়ুইদের সংসার হবে
তোমার চোখের পাতা ঘেঁষে
তারা একে অন্যের পালক নিংড়ে
আদর করবে, ভালোবাসবে।
ভিখারির হাত ছুঁয়ে তোমার হাতে পদ্ম হবে।
"দেখা হলেই হাতে হাত রেখে বসবো পাশে
দেখবো তোমায়, নিরবতায় বুঝে যাবো মনের ভাষা।"
এমন কথা দিয়েও বেঁচে থাকতে
আমাদের একে অপরকে কখনো ছোঁয়া হবে না।
লেখক সংক্ষেপ :
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন