কবিতা          :         হরিণ
কবি               :         আবুল হাসান
গ্রন্থ               :          আবুল হাসানের অগ্রন্থিত কবিতা
প্রকাশকাল     :         ১৯৮৫ ইং
রচনাকাল      :         

ক্ষণজন্মা বিখ্যাত কবি আবুল হাসানের “হরিণ” শিরোনামের এই কবিতাটি তার মৃত্যুর পর ১৯৮৫ সালে প্রকাশিত ‘আবুল হাসানের অগ্রন্থিত কবিতা’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তবে তিনি কবে নাগাদ এ কবিতাটি লিখেছেন তা এখন অবদি জানা যায়নি। জানতে পারলে অবশ্যই তা কবিয়াল পাঠকদের জন্য তুলে ধরা হবে।
হরিণ || আবুল হাসান
হরিণ || আবুল হাসান

হরিণ || আবুল হাসান


তুমি পর্বতের পাশে বসে আছ :
তোমাকে পর্বত থেকে আরো যেন উঁচু মনে হয়,
তুমি মেঘে উড়ে যাও, তোমাকে উড়িয়ে
দ্রুত বাতাস বইতে থাকে লোকালয়ে,
তুমি স্তনের কাছে কোমল হরিণ পোষো,
সে-হরিণ একটি হৃদয়।


লেখক সংক্ষেপ:
বিখ্যাত কবি আবুল হাসান ১৯৪৭ সালের ৪ আগস্ট অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহন করেন। তার মূল নাম ছিলো আবুল হোসেন মিয়া। কবি জীবনের শুরুতে আসল নামে লিখতেন তিনি। চল্লিশ দশকে বংলা ভাষার একজন বিখ্যাত কবির নাম আবুল হোসেন হওয়ায় তিনি নাম পাল্টে হয়ে যান আবুল হাসান। বৈশিষ্টহীন এই কবি বেচে ছিলেন মাত্র ২৯ বছর। এই স্বল্প সময়ে তিনি রচনা করে গেছেন অসংখ্য কালজয়ী কবিতা। তার সংক্ষিপ্ত কাব্যচর্চায় তিনি উপহার দিয়েছেন ‘রাজা যায় রাজা আসে’, ‘যে তুমি হরণ করাে এবং ‘পৃথক পালঙ্ক’-এর মতাে তিনটি উজ্জ্বল কাব্যগ্রন্থ। পেশাগত সাংবাদিক এই কবি ১৯৭৫ সালের ২৬ নভেম্বর মৃত্যুবরন করেন। 

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন