কবিতা : মুখোশ মিছিলে কবি দরকার
কবি : অজ্ঞাত
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল :
একজন তরুণ কবি “মুখোশ মিছিলে কবি দরকার” শিরোনামের এই কবিতাটি কবিয়ালের ইমেইলে পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন কবিতা প্রকাশ করতে। তবে তিনি তার পরিচয় প্রকাশে অনিচ্ছুক। তিনি কবিতাটি কবে নাগাদ বা কোন প্রেক্ষাপটে লিখেছেন তা জানা যায়নি।
![]() |
মুখোশ মিছিলে কবি দরকার || অজ্ঞাত লেখক |
মুখোশ মিছিলে কবি দরকার || অজ্ঞাত লেখক
মুখোশ পরে কবিরা চলে ধুলোর শহরে; কিটপতঙ্গ
চোখে পড়ে না, মনে ধরে না বারোমাসী কুল
কাত্যায়নের কালে মাছেরা নীরব; জুটি অথবা একাকী
কেউই নদী বাঁধের বিরুদ্ধে কথা বলছে না
প্রাক্তন নদীনালার শহরে মাছেরা উড়ছে ঝাঁকে ঝাঁকে
তাদের মনে পাহাড় সম অভিমান; ছড়িয়ে ছিটিয়ে
এদিকে ওদিকে কাঁদছে।
অমাবস্যা পুর্নিমার তোয়াক্কা না করে প্রেমিকেরা চলছে
মাছেদের সাথে পাল্লা দিয়ে; দিন শেষের একঘেয়েমী
কবিতায় কাটছে না; ক্ষরণের এই তীব্র সময়ে মিছিল দরকার
আদিগন্ত ছাড়িয়ে হৃদয়ের কাছাকাছি খাঁ খাঁ করা-
শুন্য এই ব দ্বীপে চির মুক্তির আশায়।
লেখক সংক্ষেপ:
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।
একটি মন্তব্য পোস্ট করুন